নিউইয়র্কে পাঁচ হাজার কর্মী নেবে যে কোম্পানি

মহামারির বিধ্বস্ত অবস্থা কাটিয়ে পুনরুদ্ধার হচ্ছে উড়োজাহাজ পরিবহন খাত। ঊর্ধ্বমুখী চাহিদা মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে এয়ারলাইনসগুলো।
এরই অংশ হিসেবে চলতি বছর নিউইয়র্কে পাঁচ হাজার কর্মী নেয়ার ঘোষণা দিয়েছে জেটব্লু এয়ারওয়েজ। খবর রয়টার্সের

গত জানুয়ারিতে মার্কিন উড়োজাহাজ পরিবহন সংস্থাটি জানিয়েছিল, গত বছর প্রতিষ্ঠানের কার্যক্রমজুড়ে ১৬ হাজার কর্মী নেয়া হয়েছিল। চলতি বছর আরও ১৮ হাজার কর্মী নেয়া হবে। এরই অংশ হিসেবে নিউইয়র্কে কর্মী নিচ্ছে জেটব্লু। অঞ্চলটিতে থাকা প্রতিষ্ঠানটির সব বিভাগজুড়ে এসব কর্মী নিয়োগ দেয়া হবে।

চলতি বছরের মাঝামাঝিতে গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে উড়োজাহাজ পরিবহন বাড়বে বলে আশা করছে এয়ারলাইনসগুলো। বাড়তি চাহিদা মোকাবেলায় প্রস্তুতি হিসেবে কর্মী সংখ্যা বাড়ানো হচ্ছে।

জেটব্লু এয়ারওয়েজ জানিয়েছে, প্রতিষ্ঠানের বিমানবন্দর, গ্রাউন্ড ও টেকনিক্যাল কার্যক্রম, ইনফ্লাইট, তথ্যপ্রযুক্তি এবং অন্যান্য সহায়তা বিভাগে কর্মী নিয়োগ দেয়া হবে।

গত ডিসেম্বরে জেটব্লুসহ যুক্তরাষ্ট্রের প্রধান উড়োজাহাজ পরিবহন সংস্থার শীর্ষ নির্বাহীরা বলেছিলেন, তারা সিনেট কমিটিকে কভিডের ওমিক্রন ধরনের ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে নিয়োগ বাড়ানো নিয়ে আলোচনা করবেন।

এ জাতীয় আরো সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে বিদ্যুৎবিহীন ৬ লাখেরও বেশি ঘরবাড়ি

নূর নিউজ

গোলাগুলির পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মল লকডাউন

নূর নিউজ

গতবছর আ’ত্মহ’ত্যা করেছে ৪৭৬৪৬ আমেরিকান

নূর নিউজ