ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

করোনার কারণে দুই বছর রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত হয়নি। এই দুই বছর ঈদের প্রধান জামাত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। তবে এবার জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

আবহাওয়া অনুকূলে থাকলে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল ৯টায় বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার সচিবালয়ে সরকারি কর্মসূচি নির্ধারণে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ কিংবা ৩ মে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

চলতি বছর দেশে করোনার পরিস্থিতি অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে। তাই এবার জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে অংশ নিতে পারবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে: প্রধান উপদেষ্টা

নূর নিউজ

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

নূর নিউজ

অশুভ তৎপরতা মোকাবিলায় সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

নূর নিউজ