নববর্ষের অনুষ্ঠানগুলো ঈমানহারা করার শয়তানের পুরোনো কূটচালের নবায়ন

আজ (১৪ এপ্রিল ২০২২ইং) বৃহস্পতিবার, বিকাল ৪ টায় যুব শক্তি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন এর উদ্যোগে কর্ণপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসা মিলনায়তনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জনাব উজ্জ্বল মন্ডল।

এতে প্রধান অতিথি হিসেবে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী বলেন, আহার করা, পান করা এবং স্ত্রী গমন– এই তিন বৈধ জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা আজ বৈধ জিনিস থেকে বিরত থেকে সিয়াম পালন করছি। কিন্তু ২৪ ঘন্টা যে সমস্ত কাজ অবৈধ, হারাম সেই অন্যায় থেকে দূরে থাকছি না। আজ কুরআনের মাস রমজানে নববর্ষ উদযাপনের নামে শিরকি মতবাদ কায়েমের অপচেষ্টা চালানো হচ্ছে। এই নববর্ষকে কেন্দ্র করে দেশে যেই অনুষ্ঠানাদি হচ্ছে তা মুসলমানদেরকে ঈমানহারা করার শয়তানের পুরোনো কূটচালের নবায়ন।

তিনি আরো বলেন, রমাযান আমাদের মাঝে এসেছে তাকওয়া ও খোদা ভীতির আহবান নিয়ে। তাকওয়ার মূল কথা সংযম ও আত্মনিয়ন্ত্রন, আল্লাহর ভয়ে গুনাহ ও পাপাচার এবং গর্হিত ও অশোভন আচরণ থেকে বিরত থাকা। এটি এমন এক বিষয় যা মানবের পার্থিব শান্তি ও লৌকিক মুক্তির জন্য অপরিহার্য। রমযান মাস মুসলমানদের জন্য নিজেদের পরকালের মুক্তি এবং দুনিয়ার জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নেয়ার সূবর্ণ সুযোগ।

বাংলাদেশ আইম্মাহ পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা আফসার মাহমুদ বলেন, আমাদের প্রত্যেকের উচিত রমযানে অধিক পরিমাণে কুরআন তেলাওয়াত করা। অন্তত একবার হলেও কুরআন মজীদ খতম করা। সালাফে সালেহীনের জীবনী আলোচনা করলে দেখা যায় যে, তাঁরা এবং পরিবারের সদস্যগণ প্রত্যেকে রমযানে বহুবার কুরআন মাজীদ খতম করতেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা সুহাইল আহমাদ, জনাব আহসান উল্লাহ লাবু, জনাব সাগর আহমাদ, মুফতী আব্দুর রহমান সিরাজী, মাওলনা আব্দুল হাকিম, মাওলানা কাউসার আহমাদ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুর রহমান, জনাব আশিকুর রহমান, জনাব মজনুর রহমান, জনাব আব্দুল কাইয়ুম, জনাব আজিজুল হক, জনাব ওমর ফারুক, জনাব মেহদি হাসান, জনাব ফরিদুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

মি. নুডুলসের বিজ্ঞাপনে কওমি ছাত্ররা, নেতিবাচক বলছেন চিন্তাশীল আলেমরা

নূর নিউজ

মাদকসেবীদের প্রয়োজন আল্লাহর ভয় ও ইসলামী শিক্ষার

নূর নিউজ

ভাষা আল্লাহর দেয়া এক অফুরন্ত নেয়ামত: মাওলানা রাব্বানী

নূর নিউজ