শবে কদরের খোঁজে আল আকসায় অসংখ্য মুসুল্লির রাতযাপন

ফিলিস্তিনে বৃহস্পতিবার ছিল রমজানের ২১তম রাত। পর দিন শুক্রবার আবার জুমা। তাই বেজোড় রাতে শবে কদর ও একইসাথে শুক্রবার জুমা আদায় করতে আল কুদসের (জেরুসালেম) মসজিদুল আকসায় সন্ধ্যার আগে থেকেই মুসুল্লিদের ঢল নামে।

বৃহস্পতিবার এই দুই উদ্দেশে এ জন্য মুসুল্লিদের সমাগম অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি ছিল।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম আলকুদস জানায়, জুমা ও একইসাথে রমজানের ২১তম রাত হওয়ায় বৃহস্পতিবার ফজরের নামাজে হাজার হাজার মুসুল্লি অংশ নেন। যাদের বেশির ভাগ আগের দিন সন্ধ্যা কিংবা রাতে মসজিদে এতেকাফ ও রাতযাপন করেন।

তাছাড়া মসজিদুল আকসায় ইসরাইলি বাহিনীর অনুপ্রবেশ ও নির্যাতনের প্রতিবাদ করতে বিভিন্ন ধর্মীয় সংগঠন শুক্রবার মুসুল্লিদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান করে। সে জন্য ফজর ও জুমায়ও অসংখ্য মুসুল্লি জড়ো হয়েছেন।

সূত্র : আল কুদস

এ জাতীয় আরো সংবাদ

প্রতিদিন বাংলা‌দে‌শি‌দের জন্য পাঁচ হাজার ভিসা ইস্যু করছে সৌদি দূতাবাস

নূর নিউজ

রমজানে মসজিদে নববীতে প্রায় ৯০ লাখ ইফতারির প্রস্তুতি

নূর নিউজ

পশ্চিমবঙ্গের আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যু

নূর নিউজ