বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তুরস্কের রাষ্ট্রদূত

তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছেন বিএনপির নেতারা।

তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান রোববার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। তুরস্কের উপ-রাষ্ট্রদূত কামাল বুরাক তেমিজেলও রুদ্ধদ্বার এ বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে রয়েছেন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান টেলিফোনে যুগান্তরকে বলেন, তুরস্কের কূটনীতিকরা বিএনপি চেয়ারপারসনের অফিসে এসেছেন। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত রয়েছেন।

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পরবর্তী বিএনপি নেতাদের বক্তব্য নিয়ে বির্তকের মধ্যে আজ তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হচ্ছে। এর আগে গত ১৭ মার্চ গুলশানে এ কার্যালয়েই বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার।

এ জাতীয় আরো সংবাদ

৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার জিতল ১৭ কিশোর

নূর নিউজ

অতীতে ধর্ষণের সুষ্ঠু বিচার না হওয়ায় ধর্ষণ বন্ধ হচ্ছে না : মাওলানা মিয়াজী

আলাউদ্দিন

গ্রামে থাকা পোশাক শ্রমিকরা চাকরি হারাবেন না

আনসারুল হক