টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শিবিরে অভিযান চালিয়ে সালমান শাহ গ্রুপের সক্রিয় সদস্য সাদেক (২২) নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (৭ মে) দিবাগত রাতে হ্নীলা ইউনিয়নের নিবন্ধিত শিবির থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাদেক শিবিরটির বি-ব্লকের বাসিন্দা ফজল আহমদের ছেলে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন পুলিশের একটি দল নয়াপাড়া রেজিস্ট্রার শিবিরের বি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে সালমান শাহ গ্রুপের সক্রিয় সদস্য এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া রোহিঙ্গা সন্ত্রাসীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আলীম জানান, দুপুরের দিকে সাদেককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

গত ৫ মে রাতে সালমান শাহ গ্রুপের প্রধান সালমান শাহকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

রামুতে কচ্ছপিয়া ও দৌছড়ি সীমান্ত সড়ক আবারো নদীগর্ভে, বিচ্ছিন্ন যোগাযোগ

আনসারুল হক

থার্টি ফার্স্ট নাইট উদযাপনে সিএমপির ১৬ নির্দেশনা

নূর নিউজ

চট্টগ্রামের অগ্নিকাণ্ডে সেনাবাহিনী মোতায়েন

নূর নিউজ