সাংবাদিক শিরিনের শেষকৃত্যানুষ্ঠানে ইসরাইলি বাধায় বিরক্ত জাতিসংঘ

দখলকৃত পূর্ব জেরুজালেমের পুরনো শহরে আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহর শেষকৃত্যের আগে শুক্রবার তার কফিন বহনকারী ব্যক্তিদের পিটিয়েছে ইসরায়েলি বাহিনী।

এ ঘটনায় চরম বিরক্ত জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেছেন, শুক্রবার জেরুজালেমের সেইন্ট জোসেফ হাসপাতালের মর্গ থেকে শিরিনের লাশ নিয়ে নিয়ে যাওয়ার সয় ইসরাইলি বাহিনী হঠাৎ করে হামলা শুরু করে ফিলিস্তিনিদের ওপর।

প্রখ্যাত এ সাংবাদিকের শেষকৃত্যানুষ্ঠানে এ ধরনের বর্বর হামলার ঘটনায় খুবই বিরক্ত হয়েছেন জাতিসংঘের মহাসচিব।

ইসরাইলিদের সংযত আচরণের আহ্বান জানিয়েছে গুতারেস বলেছেন, অন্যের মৌলিক অধিকার হরণ করা ঠিক নয়। অন্যায়ের প্রতিবাদ করা মানুষদের ওপর হামলা করার অর্থ হলো জোর করে তাদের বাকরুদ্ধ করা।

উল্লেখ্য, গত বুধবার পশ্চিমতীরের জেনিন শহরে ইসরাইলি সেনারা গুলি করে শিরিন হত্যা করেন। গত বৃহস্পতিবার পশ্চিমতীরের রামাল্লা শহরে তাকে শেষ শ্রদ্ধা ও শোক জানাতে হাজারো মানুষ ভিড় করেন।

জেরুজালেমের পুরোনো শহরের মাউন্ট জিওন প্রোটেস্ট্যান্ট সিমেট্রিতে শুক্রবার তার শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্যের আগে তার কফিন বহনকারী ব্যক্তিরা ‘ফিলিস্তিন’, ‘ফিলিস্তিন’ বলে স্লোগান দেন।

এ সময় কেউ কেউ ফিলিস্তিনের পতাকাও বহন করেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, শিরিন হত্যাকাণ্ডের বিচারের জন্য তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবেন।

এ জাতীয় আরো সংবাদ

৬৬ দেশের ১ হাজার মুসল্লির ওমরাহ ব্যয় নির্বাহের সিদ্ধান্ত সৌদির

নূর নিউজ

দিল্লির আদালতে গোলাগুলি, গ্যাংস্টারসহ নিহত ৪ (ভিডিও)

নূর নিউজ

আফগানিস্তানের কর্তৃত্ব নিয়ে তুরস্ক ও পাকিস্তানের দ্বন্দ্ব

নূর নিউজ