বিনামূল্যে হজযাত্রীদের করোনা পরীক্ষার সিদ্ধান্ত

চলতি বছর হজে যেতে হলে করোনাভাইরাস (কোভিড-১৯) নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আর বাংলাদেশি হজযাত্রীদের করোনোভাইরাস পরীক্ষা বিনামূল্যে করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ বিষয়টি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে জানিয়েছে। এর আগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই অনুরোধ জানিয়ে স্বাস্থ্য সেবা বিভাগকে চিঠি দিয়েছিল।

স্বাস্থ্য সেবা বিভাগের চিঠিতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে চলতি বছরে হজযাত্রীদের বিনামূল্যে আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। হজযাত্রীদের আরটিপিসিআর টেস্ট দেশে বিদ্যমান ব্যবস্থাতেই সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

বাংলাদেশ থেকে এবার হজে যেতে পারছেন ৫৭ হাজার ৫৮৫ জন। হজযাত্রীদের রওনা হওয়ার আগের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিমানে উঠতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

মানুষের জন্য যে ৭ কাজকে ধ্বংসাত্মক বলেছেন মহানবী সা.

নূর নিউজ

২৪ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮ হাজার কোটি টাকা

নূর নিউজ

বিশ্ববিদ্যালয়ে নামাজ-ইফতারে আপত্তি, মঙ্গল শোভাযাত্রা-পূজায় আপত্তি নেই: চরমোনাই পীর

নূর নিউজ