সিঙ্গাপুর গেলেন জাতীয় পার্টি চেয়ারম্যান

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার সিঙ্গাপুর গেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি। ২৯ মে তার দেশে ফেরার কথা রয়েছে। বাংলাদেশ সময় বেলা ১টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন জাতীয় পার্টি চেয়ারম্যান। বিরোধীদলীয় উপনেতার সহকারী একান্ত সচিব মো. আবু তৈয়ব তার সফরসঙ্গী হয়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উপস্থিত থেকে জাতীয় পার্টি চেয়ারম্যানকে বিদায় জানান, জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়ামের সদস্য- সৈয়দ আব্দুল মান্নান, ফখরুল ইমাম এমপি, মীর আব্দুস সবুর আসুদ, এটিইউ তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আক্তার এমপি, মোস্তফা আল মাহমুদ, উপদেষ্টা- শেরীফা কাদের এমপি, মাহবুবুর রহমান লিপটন, মাসরুর মওলা, ভাইস-চেয়ারম্যান নূরুল ইসলাম ওমর, জাহাঙ্গীর আলম পাঠান, এইচএম শাহরিয়ার আসিফ, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, ইকবাল হোসেন তাপস, মো. বেলাল হোসেন, আমির হোসেন ভূঁইয়া, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, আশিক আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

নিউইয়র্কে সংবাদ সম্মেলনে ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী পলক

নূর নিউজ

‘মির্জা ফখরুলকে প্রধান নির্বাচন কমিশনার বানালেও বিএনপি খুশি হবে না

নূর নিউজ

তিন বছর পর ১৪ দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নূর নিউজ