যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্কুলে বন্দুকধারীর গুলিতে শিক্ষক ও শিক্ষার্থীসহ ২১ জন নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে শিক্ষক-শিক্ষার্থীসহ মোট ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে এ হত্যাযজ্ঞ ঘটে। বুধবার টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমে এ তথ্য জানিয়েছে।

গভর্নর জানিয়েছেন, রব এলিমেন্টারি স্কুলটি আমেরিকার সপ্তম বৃহত্তম শহর সান আন্তোনিও থেকে প্রায় ৮৩ মাইল (১৩৩ কি.মি.) পশ্চিমে অবস্থিত। এটি একটি প্রাথমিক বিদ্যালয়। এর শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ১১ বছর।

অ্যাবট আরও জানান, সন্দেহভাজন বন্দুকধারী একজন ১৮ বছর বয়সী যুবক। তিনি উভালদেতে বসবাস করতেন। সালভাদর রামোস নামে ওই সন্দেহভাজন গাড়ি থেকে নেমে বন্দুক হাতে বিদ্যালয়টিতে প্রবেশ করেন। তার হাতে একটি হ্যান্ডগান এবং একটি রাইফেল ছিলো। এ সময় এলোপাতাড়ি গুলি ছুড়লে ১৯ জন ছাত্র এবং একজন শিক্ষক নিহত হন। পরে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে হামলাকারীও নিহত হন।

এসময় বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। যদিও তারা আশঙ্কামুক্ত।

এ ঘটনায় স্থানীয় পুলিশ জানায়, বন্দুকধারীর গুলিতে আরও অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে একজন ৬৬ বছর বয়সী নারী এবং একজন ১০ বছর বয়সী শিশু আন্তোনিওর বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে এ ঘটনাটির তদন্তে নেমেছে রাজ্যের পুলিশ। ইতোমধ্যে জনসাধারণকে ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে নিয়েছেন তারা। উভালদে মেয়র ডন ম্যাকলাফলিন জানিয়েছেন, এফবিআই তদন্তে সহায়তা করছে।

এ জাতীয় আরো সংবাদ

পিএস ফাইভ দেয়ার ঘোষণায় রণক্ষেত্র নিউইয়র্ক

নূর নিউজ

২৭ ঘণ্টার সেশন শেষে সিনেটে বাইডেনের কোভিড বিল পাস

আলাউদ্দিন

জর্জিয়ার স্টেট সিনেটর বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান

আনসারুল হক