মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫১ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে ৫১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। তাদের মধ্যে বাংলাদেশের নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার রাতে মালয়েশিয়ার ক্লাং পাছার বেসার মেরু এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে মোট ৭০৪ জনের কাগজপত্র পরীক্ষা করে ৫১ জনের কোনো বৈধ কাগজপত্র পাওয়া না গেলে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, ইন্দোনেশিয়া ও ভারতের নাগরিকরা রয়েছেন।

তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি এ প্রতিবেদন লেখা পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি।

অভিযানের সময় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব ওয়ান আহমেদ দাহলান বিন হাজি আব্দুল আজিজ ও অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল দাজাইমি বিন দাউদ উপস্থিত ছিলেন।

অভিযানে বেশ কয়েকজন ইন্দোনেশিয়ান নাগরিকের কাছে জাতিসংঘের শরণার্থী কার্ড পাওয়ার পর জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন উঠেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদ্দিন অভিযানের সময় সাংবাদিকদের বলেছেন, মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পরিচালিত অভিযানের সময় ইউএনএইচসিআর শরণার্থী কার্ড বেশ কয়েকজন ইন্দোনেশিয়ান নাগরিকের কাছে পাওয়া গেছে।

গত মাসে কেদাহের একটি অভিবাসন আটক কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার পর এখনো পলাতক ৬০ রোহিঙ্গা শরণার্থীকে গ্রেপ্তারের বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

মালদ্বীপে কারাগারে দিন কাটছে শতাধিক বাংলাদেশির

নূর নিউজ

প্রবাসীদের দাবি পূরণে প্রধানমন্ত্রীর নিকট আওয়ামী লীগের স্মারকলিপি ও গণঅনশন কর্মসূচি পালন

আনসারুল হক

কুয়েতে কুরআনে হাফেজদের সম্মাননা প্রদান

নূর নিউজ