স্বপ্নের পদ্মা সেতু দিয়ে অ্যাম্বুলেন্সের টোল ফ্রি করার দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শনিবার (২৫ জুন) সকালে হুইল চেয়ারে করে মাওয়াপ্রান্তে সমাবেশস্থলে হাজির হয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকে আমাদের স্বপ্ন, আমাদের যোগসূত্র, প্রধানমন্ত্রীরে সাহসী উদ্যোগ দেখতে পাচ্ছি, সেজন্য আমরা আনন্দিত। তবে ওনার (প্রধানমন্ত্রী) কাছে একটা আবেদন থাকবে, এটা দিয়ে সব ধরনের অ্যাম্বুলেন্সের টোল যেন না থাকে। টোল ফ্রি যাতায়াত করতে পারে। বিদেশি যারা আসবেন, তাদের টোল যেন দ্বিগুণ নেওয়া হয়। অন্য দেশেও এমন নিয়ম।’
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এখন ওনার (প্রধানমন্ত্রী) নজর দিতে হবে দেশের গণতন্ত্রের দিকে। ওনার শুভেচ্ছা কামনা করছি। এ ঐতিহাসিক ক্ষণে দাওয়াত করেছেন তাই ধন্যবাদ জানাচ্ছি।’
বিএনপির ৭ জনকে দিয়েছিল, সেটা ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে এক প্রশ্নে জবাবে ডা. জাফরুল্লাহ বলেন, এ বিষয়ে আমি বলতে পারবো না। আমাকে দাওয়াত দিয়েছে সেজন্য আমি খুশি। আমি মনে করি খালেদা জিয়াকে আজকে দাওয়াত দেওয়া উচিত ছিল। তাকে জামিন দিয়ে…, এখানে তার আসা উচিত ছিল। ভালো কাজের প্রশংসা করি, করতে হবে।