মসজিদে নববীর সাবেক ইমাম শায়খ মাহমুদ খলিল আলক্বারী ইন্তেকাল করেছেন

সৌদি আরবের ঐতিহাসিক মসজিদ মসজিদে কিবলাতাইনের ইমাম ও মসজিদে নববীর সাবেক ইমাম শায়খ মাহমুদ খলিল আলক্বারী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওইয়ান্না ইলাইহি রাজিউন।

স্থানীয় সময় শনিবার সকাল ৮টায় তিনি ইন্তেকাল করেন। এর আগে অসুস্থ হওয়ার কারণে তাকে সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা বেগতিক হলে তাকে আইসিউতে স্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। আর এখানে চিকিৎসাধীন অবস্থায়-ই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

প্রভাবশালী আরবি সংবাদমাধ্যম আলআইন জানায়, শনিবার মাগরিবের নামাজের পর মসজিদে নববীতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শায়খ মাহমুদ খলিল আলক্বারীর ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ আলে শায়খ। এক টুইটবার্তায় তিনি লিখেন, ‘শায়খ মাহমুদ খলিল আলক্বারীর ইন্তেকালে আমি গভীর শোক অনুভব করছি।’ তিনি শায়খের মাগফেরাতের দোয়া করেছেন।

সূত্র : আলআইন

এ জাতীয় আরো সংবাদ

৯০০ বছর ধরে কোরআন তিলাওয়াতের ঐতিহ্য যে মসজিদটিতে

আনসারুল হক

করোনা আক্রান্ত ইসরাইলের প্রধানমন্ত্রী, বাতিল হতে পারে ভারত সফর

নূর নিউজ

মসজিদে নববির পাশে ৫০ বছর অবস্থানকারী শতবর্ষী বৃদ্ধের ইন্তেকাল

আনসারুল হক