কিং সাউদ ইউনিভার্সিটিতে ফুল ফ্রি স্কলারশিপের আবেদন শুরু

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কিং সাউদ ইউনিভার্সিটিতে দুই বছর মেয়াদে ডিপ্লোমা ইন অ্যারাবিক লাঙ্গুয়েজ এ ফুল ফ্রি স্কলারশিপের আবেদন শুরু চলছে।

আবেদনের শেষ সময়: ১৩ আগস্ট ২০২২
প্রাথমিক রেজাল্ট ঘোষণা: ০৯ নভেম্বর ২০২২
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টঃ
১. পাসপোর্ট।
২. এইচএসসি/আলিম/সানাবিয়া সার্টিফিকেট।
৩. এইচএসসি/আলিম/সানাবিয়া মার্কশিট।
৪. ছবি।
৫. CV
★ স্কলারশিপ এর সুবিধাঃ
১. টিউশন ফি ফ্রি।
২. ফ্রি আধুনিক আবাসন ব্যবস্থা।
৩. মাসিক স্টাইপেন্ড।
৪. বইয়ের জন্য আলাদা অর্থ প্রদান।
৫. প্রতিবছর ছুটিতে আসা যাওয়ার বিমান টিকেট।
৬. ট্রান্সপোর্ট সুবিধা।
৭. বিনামূল্যে মেডিকেল সুবিধা।
৮. হজ্ব ও ওমরা করার সুযোগ।
ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে।

এ জাতীয় আরো সংবাদ

জিম্বাবুয়েতে বাস খাদে পড়ে নিহত ৩৫

নূর নিউজ

ভারতের সেই সাহসী মুসকানের নামে স্কুল প্রতিষ্ঠার ঘোষণা জমিয়তের

নূর নিউজ

সন্ত্রাসী হামলায় নিহত হাইতির প্রেসিডেন্ট

আনসারুল হক