ছাত্রদের পক্ষ থেকে শিক্ষককে গাড়ি উপহার!

শিক্ষকের প্রতি ভালোবাসা প্রদর্শনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো রাজধানীর দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীরা। মাদরাসা অধ্যক্ষকে উপহার দেন ব্র্যান্ড নিউ গাড়ি। ছাত্রদের এ ভালবাসায় সিক্ত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন আ.খ.ম. আবুবকর সিদ্দীক।

জানা যায়, এ বছর হজ পালনের জন্য সৌদি যান দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ.খ.ম. আবুবকর সিদ্দীক। তার হজের ফিরতি ফ্লাইট ছিল গত ২৪ জুলাই (রোববার)। এ দিকে দারুননাজাতের দারুন নাজাত প্রাক্তন ছাত্র এসোসিয়েশন সিদ্ধান্ত নেয় প্রাণপ্রিয় উস্তাদ হজ থেকে ফিরলে তাকে একটি গাড়ি উপহার দিবে। সেই গাড়িতে চড়ে তাদের উস্তাদ মাদরাসায় ফিরবেন। সিদ্ধান্ত অনুযায়ী তারা হজ ফেরত উস্তাদকে উপহারের গাড়ি প্রদান করে চমকে দেন।

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ.খ.ম. আবুবকর সিদ্দীক বলেন, ছাত্রদের এ ভালোবাসা পেয়ে সত্যিই আমি বিমোহিত। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া; তিনিই মানুষকে সম্মানিত করেন, মর্যাদা দান করেন। আমার প্রিয় ছাত্রদের প্রতি রইলো হৃদয় নিঙরানো দোয়া।

‘দারুননাজাত প্রাক্তন ছাত্র এসোসিয়েশন’র পক্ষ থেকে বলা হয়, আমাদের হুজুর শিক্ষার্থীদের সন্তানের মত ভালোবেসেন। তার বদৌলতেই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে দেশের সেরা ফলাফল অর্জনের গৌরব লাভ করেছে। আমাদের এসোসিয়েশন’র পক্ষ থেকে সামান্যকিছু উপহার হুজুরের হাতে তুলে দিতে পেরে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি।

এ জাতীয় আরো সংবাদ

মাগরিবের নামাজের দ্বিতীয় রাকাতে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু!

আলাউদ্দিন

অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে সারাদেশে বিজিবি মোতায়েন

নূর নিউজ

ভাষা বৈচিত্র মহান আল্লাহর অনুপম নিদর্শন: হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর 

নূর নিউজ