মিশিগানে হবিগঞ্জবাসীর মিলনমেলা

যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হলো প্রবাসী হবিগঞ্জবাসীদের জমজমাট বনভোজন। রোববার (৭আগস্ট) ওয়ারেন সিটির হলমিছ পার্কে এ বনভোজনের আয়োজন করে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগান।

হবিগঞ্জের বিপুল সংখ্যক প্রবাসীসহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনের অংশগ্রহণে বনভোজনটি মিলনমেলায় পরিণত হয়।

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতির বিস্তার এবং ঐক্যবদ্ধ হবিগঞ্জ গঠনের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

দুপুরে বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করা হয়। বনভোজনে আকর্ষণীয় পর্ব ছিল র‌্যাফেল ড্রয়ের আইফোন প্রমেক্স-১৩, ল্যাপটপ, ৭০ ইঞ্চি টেলিভিশনসহ ২০টি পুরস্কার।

এছাড়া শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা, নারীদের পিলু পাশ খেলা, পুরুষদের রশি টানাটানি ও ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন ছিল বনভোজনে। সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী পৃথা দেব, শিমুল দত্ত ও মঈনুল আলমসহ প্রবাসী শিল্পীরা গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ। সঞ্চালনায় করেন সহ-সভাপতি মিজান মিয়া জসিম ও সাধারণ সম্পাদক শেখ তাজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বনভোজন উপ-কমিটির আহবায়ক লুৎফুর রহমান ও সদস্য সচিব গোলাম আজম।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্যে রাখেন হ্যামট্রামিক সিটির প্রোটেমে মেয়র কামরুল হাসান, ওয়ারেন সিটির কাউন্সিলম্যান রন পাপেন্ডায়া,প্রেস ক্লাব সভাপতি সৈয়দ সাহেদ হক, কমিউনিটি একটিভিস্ট রাব্বী আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লুৎফুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি জাবেদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা সোসাইটির সভাপতি মোহাম্মদ মোতালেব, মরগ্রেজ ব্যাংকার নাসির সবুজ, সিটি অব ওয়ারেনের প্লানিং কমিশনার দেলোয়ার আনসার প্রমুখ।

অনুষ্ঠানে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা শামীম আহছান, আলী আকবর খান, আমিনুর রশীদ চৌধুরী কাপ্তান, চিন্ময় আচার্য্য, সৈয়দ আলী রেজা, ওয়াহিদুজ্জামান আগা, নজরুল ইসলামসহ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ, সেক্রেটারি শেখ তাজ উদ্দিন, কোষাধক্ষ্য মাহফুজুর রহমান শাহীন।

এ জাতীয় আরো সংবাদ

ফ্লোরিডায় সাবেক মার্কিন সেনার গুলিতে নারী-শিশুসহ নিহত ৪

আনসারুল হক

যুক্তরাষ্ট্রে এক থেরাপি ২৬ কোটি টাকা!

নূর নিউজ

গুম হওয়া স্বজনদের ফিরে পেতে জাতিসঙ্ঘের সামনে বিক্ষোভ

নূর নিউজ