রাজধানীর এতিহ্যবাহী গবেষণা প্রতিষ্ঠান ‘শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা’র শায়েখে সানী ও নাযেমে তালীমাত মুফতী মুহাম্মাদ তৈয়ব কাসিমী ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ রোববার (১৪ আগস্ট) ফেনীর ধুমসাদ্দা রশিদিয়া ইসলামীয়া মাদরাসায় বাদ আসর তার জানাযা অনুষ্ঠিত হবে।
জানা যায়, প্রাজ্ঞ এ আলেমেদ্বীন দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে তিনি হার্ট অ্যাটাক করেন। তাৎক্ষণিক রাজধানীর কর্মিটোলা হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুফতী মুহাম্মাদ তৈয়ব কাসিমী ব্যক্তিগত জীবনে তিন মেয়ে ও দুই ছেলের জনক। তিনি বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের সাবেক উস্তাযুল হাদীস ও আল্লামা শাহ আবদুল আযীয রাহিমাহুল্লাহ এর খলিফা। দীর্ঘ শিক্ষকতার জীবনে তিনি তাফসির, হাদিস, ফিকহ ও ইতিহাস শাস্ত্রে বিশেষ অবদান রেখে গেছেন। তার ইলমের মাহারাত, সুবিন্যস্ত আমল, উন্নত আখলাক ছিলো মুগ্ধ করার মতো।