আলোচনায় বসছে এরদোয়ান, জেলেনেসকি ও জাতিসংঘ মহাসচিব

তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন।

পোল্যান্ড ঘেষা ইউক্রেনীয় শহর লভিভে হবে এ আলোচনা।

লভিভে উপস্থিত গণমাধ্যম আল জাজিরার সাংবাদিক তেরেসা বো জানিয়েছেন, তিনজনের মধ্যে আলোচনার মাধ্যমে শান্তি আলোচনার দুয়ার খুলতে পারে।

সাংবাদিক তেরেসা বো জানিয়ছেন, তারা তিনজন তিনটি বিষয় নিয়ে আলোচনা করবেন।

প্রথমটি বিষয় হলো- বিশ্বের অন্যন্য প্রান্তেও ইউক্রেনের শস্য পৌঁছানোর পথ খুঁজে বের করা। পরের (দ্বিতীয় বিষয়) হলো ইউক্রেনের জাপোরিঝিয়া নিউক্লিয়ার প্ল্যান্ট নিয়ে আলোচনা। প্ল্যান্টটিতে বর্তমানে কি হচ্ছে সেটি নিয়ে কথা বলবেন তারা।

আর তৃতীয় ইস্যু হলো- রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান যুদ্ধ বন্ধে একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করা।

তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেনকে আগেও আলোচনার টেবিলে বসাতে চেষ্টা করেছেন এরদোগান, কিন্তু সেগুলো ব্যর্থ হয়েছে। অনেকে আশা করছেন এটি (তিন নেতার বৈঠক) শান্তির একটি পথ তৈরি করতে পারে।

সূত্র: আল জাজিরা

এ জাতীয় আরো সংবাদ

ইসলাম গ্রহণ করলেন ফ্রান্সের টিভি তারকা ও মডেল মারিন

নূর নিউজ

বাবরি মসজিদ কোনও মন্দিরের ধ্বংসাবশেষের উপর নির্মিত হয়নি

নূর নিউজ

রেডিওতে শুনে শুনে ৬৬ বছর বয়সী আসিয়া হলেন কুরআনের হাফেজ

নূর নিউজ