কখন, কী কী বন্ধ থাকবে, জানাল ঢাকা দক্ষিণ সিটি

জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে কর্মঘণ্টা কমিয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি বদলে দিয়েছে সরকার।

এদিকে করপোরেশনের আওতায় কোন ধরনের প্রতিষ্ঠান কতক্ষণ খোলা রাখা যাবে, তা নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

এজন্য একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যা আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

ডিএসসিসির দেওয়া তালিকা অনুযায়ী, সব দোকানপাট, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজর, ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৮টা পর্যন্ত খোলা রাখে যাবে। রাত ১১টা পর্যন্ত খাবার পরিবেশন করা যাবে, কিন্তু এর এক ঘণ্টা আগেই রেস্তোরাঁর রান্নাঘর বন্ধ করতে হবে।

রাত ১২টার মধ্যে বন্ধ করতে হবে সাধারণ ওষুধের দোকান। তবে হাসপাতালে সংযুক্ত ওষুধের দোকান রাত ২টা পর্যন্ত খোলা রাখা যাবে।

সিনেমা হলসহ চিত্তবিনোদনমূলক প্রতিষ্ঠান বা স্থাপনা বন্ধ হবে রাত ১১টার মধ্যে।

বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএসসিসি।

এ জাতীয় আরো সংবাদ

ড. মোহাম্মদ ইউনূসকে ১১৯ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ

নূর নিউজ

যেসব বিষয়ে কূটনীতিকদের জানাল বিএনপি

নূর নিউজ

সরকারিভাবে আজ থেকে মালয়েশিয়া যাচ্ছেন কর্মীরা

নূর নিউজ