‘করোনায় আক্রান্ত মাহাথির মুহাম্মাদ হাসপাতালে ভর্তি,

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ প্রথমবারের মতো করোনাভাইরাস টেস্টে পজেটিভ হওয়ায় পর বুধবার হাসপাতালে ভর্তি হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক সহযোগী এএফপিকে বলেছেন, ‘মাহাথিরের কোভিড সংক্রমণের হালকা উপসর্গ রয়েছে।’

সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বুধবার এক বিবৃতিতে বলা হয়, ‘আজ সকালে কোভিড -১৯ টেস্টে তার করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।’

এতে বলা হয়, মাহাথিরের অবস্থা ‘পর্যবেক্ষণে কয়েক দিনের জন্য তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।’

বছর শেষ হওয়ার আগেই নির্বাচন হতে পারে এমন জল্পনা-কল্পনার মধ্যে তার নতুন রাজনৈতিক দলের প্রতি সমর্থন বাড়াতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ৯৭ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিবিদ সক্রিয়ভাবে দেশব্যাপী সফর করেছেন।

মাহাথির এর আগে ডিসেম্বর ও জানুয়ারিতে বেশ কয়েকদিন কার্ডিয়াক কেয়ার ইউনিটে চেক-আপের জন্য ভর্তি ছিলেন।

তিনি বেশ কয়েক বছর ধরে হার্টের সমস্যায় ভুগছেন এবং তাকে বাইপাস সার্জারিতে যেতে হয়েছে। মাহাথির মালয়েশিয়ায় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন, তিনি দুইবারে মোট ২৪ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন, এরপর ৯২ বছর বয়সে একটি সংস্কারবাদী জোটের নেতৃত্ব দিয়ে ২০১৮ সালে ক্ষমতায় ফিরে আসেন। কিন্তু জোটের দ্বন্দ্বের কারণে ২০২০ সালে তার প্রশাসন ভেঙে যায়।

এ জাতীয় আরো সংবাদ

জাতিসঙ্ঘে তুরস্কের নাম পরিবর্তনের অনুমোদন, নতুন নাম কী?

নূর নিউজ

৯৭ বছর বয়সেও নির্বাচনে লড়বেন মাহাথির মোহাম্মদ

নূর নিউজ

ধর্মীয় সম্প্রীতি বাড়াতে অস্ট্রেলিয়ায় উন্মুক্ত মসজিদ দিবসের আয়োজন

আলাউদ্দিন