মাদরাসাগুলোর জরিপ বিষয়ে দেওবন্দে মুহতামিম সম্মেলন আজ

সরকারি স্বীকৃতিহীন মাদরাসাগুলি নিয়ে সমীক্ষার বিষয়ে ভারতের দারুল উলুম দেওবন্দে আজ বৈঠক অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বৈঠকের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উত্তরপ্রদেশের মাদরাসাগুলোর মুহতামিম ও নেতৃস্থানীয় আলেমরা বৈঠকে উপস্থিত থাকবেন।

গত শনিবার দারুল উলুম দেওবন্দ এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এর আগে স্বীকৃতিহীন মাদরাসাগুলি নিয়ে একটি সমীক্ষার ঘোষণাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছে দারুল উলুম দেওবন্দ।

গত ৬ সেপ্টেম্বর ভারতে মাদরাসাগুলোতে অভিযান ও বন্ধের নির্দেশনায় করণীয় নির্ধারণে দেশের মুহতামিমদের সঙ্গে জমিয়তে উলামায়ে হিন্দ জরুরি বৈঠক করে। জমিয়ত উলোমায়ে হিন্দের নয়াদিল্লির সদর দপ্তরে ‘মাদরাসার নিরাপত্তা’ বিষয়ে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম ওয়াকফ দেওবন্দ, নদওয়াতুল উলামা লক্ষ্ণৌ, মাজাহিরুল উলুম সাহারানপুরসহ উত্তর প্রদেশের দুই শতাধিক মাদারসার মুহতামিম ও প্রতিনিধি অংশগ্রহণ করেন এ সভায়। সভায় উত্তর প্রদেশ সরকারের ১২টি প্রশ্নের উপর ভিত্তি করে জরিপ তুলে ধরা হয়।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বীকৃতিহীন মাদরাসার সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন। এ পরিস্থিতি নিয়ে ২৪ সেপ্টেম্বর মাদরাসারগুলোর বৈঠক হওয়ার কথা ছিল। পরে তা এগিয়ে আনা হয়েছে।

মাদরাসাগুলো সরকার কর্তৃক পরিচালিত জরিপে সহযোগিতা করলেও দারুল উলূম দেওবন্দের সিদ্ধান্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তারা। সূত্র: দেওবন্দ টাইমস।

এ জাতীয় আরো সংবাদ

ঘুমানোর পূর্বে যে আমল করতে বলেছেন নবীজী (সা.)

নূর নিউজ

সাগর পাড়ি দিয়ে ইন্দোনেশিয়ায় ১১০ রোহিঙ্গা

নূর নিউজ

এবার হজ করেছেন সারাবিশ্বের ১৮ লাখ হাজি

নূর নিউজ