এবার ভারতীয় তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ আমেরিকার

এবার ভারতীয় তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

অভিযোগ, ভারতীয় বেসরকারি তেল কোম্পানি ‘তিবালজি প্রাইভেট লিমিটেড’ লাখ লাখ ডলারের তেল আমদানি করেছে ইরান থেকে। পরবর্তীতে সেই তেল চীনের কাছে বিক্রি করা হয়েছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি টানা এগারো দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকা তিনি দেশে ফিরতেই ভারতের জন্য এই ‘লাল সঙ্কেত’ প্রকাশ করল হোয়াইট হাউস।

জানা গেছে, আমেরিকা সফরের শেষ দিন জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকের পর জানিয়েছিলেন, জ্বালানির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান চাহিদা এবং জোগানের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। জ্বালানি নিরাপত্তার প্রশ্নে ভারতের ‘কোমর ভেঙে’ গেছে।

সফরে জয়শঙ্কর আলাদাভাবে বৈঠক করেছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, বাণিজ্যমন্ত্রী জিনা রেমন্ডো, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গেও। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরো সংবাদ

মুসলিম দেশে কোক–পেপসির ব্যবসায় ধস, কমছে চাহিদা

নূর নিউজ

ধর্মীয় সম্প্রীতি বাড়াতে অস্ট্রেলিয়ায় উন্মুক্ত মসজিদ দিবসের আয়োজন

আলাউদ্দিন

ন্যাটোর হুমকি বন্ধ হলেই ইউক্রেন অভিযানের সমাপ্তি: রাশিয়া

নূর নিউজ