আগামী মাসে জাপান যাবেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে নভেম্বরের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টোকিও সফরের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী মাসের শেষের দিকে জাপান সফর করবেন বলে আমরা আশা করছি।

যুক্তরাষ্ট্র ও জাপান সফর শেষে দেশে ফেরার পর মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মোমেন এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরইমধ্যে জাপান সরকার সে দেশে সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে।

তিনি বলেন, ‘তারা আমাদের জাপান সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে এবং আমরা এ বিষয়ে কাজ করছি।’

গত ২৭ সেপ্টেম্বর মোমেন বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন।

সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাৎ করেন এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন।

এ জাতীয় আরো সংবাদ

৪৪ জনকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিতে হাইকোর্টের রায়

নূর নিউজ

জাতিসংঘ নিয়ে ওবায়দুল কাদেরের সমলোচনার জবাব দিলেন মুখপাত্র স্টেফেন

নূর নিউজ

বাংলাদেশের জনগণ ব্র্যাকের প্রত্যেকটা ইট খুলে ফেলবে: বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন

নূর নিউজ