মা ইলিশ শিকারে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এর আওতায় রাজশাহীর পদ্মায় ২৬ কিলোমিটার এলাকাতেও এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বাঘা উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম বলেন, ৭ অক্টোবর রাত ১২টা থেকে ২৮ অক্টোবর ইলিশের প্রজনন সময়। এ সময় ডিম ছাড়ার জন্য মা ইলিশ গভীর পানি ছেড়ে মিঠাপানিতে চলে আসে। মা ইলিশ নির্বিঘ্নে আসা-যাওয়া করার জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ ছাড়া এই ২২ দিন ইলিশ আহরণ, বেচাকেনা, পরিবহণ ও মজুদ সম্পূর্ণ বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ আদেশ বাস্তবায়ন করবে মৎস্য অফিস, বর্ডার গার্ড, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উপজেলায় তালিকাভুক্ত জেলেদের সরকারি চাল দেওয়া হবে। এ ছাড়া আড়ানী, বাঘা, বাউসা, গড়গড়ি, মনিগ্রাম, বাজুবাঘা, চকরাজাপুর এলাকার প্রান্তিক পর্যায়ের জেলে ও জনপ্রতিধিদের নিয়ে জনসচেতনামূলক সভা করা হয়েছে। প্রতিটি এলাকায় গঠন করা হয়েছে কমিটি।
এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, নিষিদ্ধ সময়ের মধ্যে কোনো ব্যক্তি আইন অমান্য করলে জরিমানা ও দণ্ড দেওয়া হবে।