রাজনীতিতে গুণগত ও আদর্শিক পরিবর্তন প্রয়োজন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, রাজনীতিতে গুণগত ও আদর্শিক পরিবর্তন প্রয়োজন। স্বাধীনতার ৫১ বছরে যারা দেশকে দুর্নীতিমুক্ত করতে ব্যর্থ হয়ে নিজেরাই দুর্নীতিতে আকুন্ঠ নিমজ্জিত আগামী নির্বাচনে সেইসকল দলগুলোকে প্রত্যাখান করতে হবে। ইসলাম দেশ ও মানবতা আজ বিপন্নের পথে। স্বাধীনতার ৫১ বছরে দেশের শান্তি মানবতার মুক্তির লক্ষ্যে বারবার সরকারের পরিবর্তন হয়েছে, মার্কার পরিবর্তন হলেও শান্তি আর মুক্তি ফিরে আসেনি। তিনি বলেন, দেশের স্থায়ী শান্তি মানবতার সার্বিক মুক্তির জন্যে ইসলামের বিকল্প নাই।

আজ বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচনের প্রতিবাদ, মদের বিধিমালা বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে এবং দরিদ্রমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় মহাসমাবেশ থেকে ঘোষিত ১৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন খানের সভাপতিত্বে স্থানীয় কুলাঘাট হাইস্কুল মাঠের বিশাল পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাওলানা নুরুল আমিন সিদ্দিকী, জেলা সেক্রেটারি মকসুদুর রহমান, শ্রমিক নেতা আনসার আলী রয়েল প্রমূখ।

রংপুরে ইসলামী আন্দোলনের কর্মী ও সুধী সমাবেশে মেয়রপ্রার্থীর নাম ঘোষণা

ইসলামী আন্দোলনের সংগ্রামী আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, রংপুরবাসী কোন দুর্নীতিবাজকে মেয়র হিসেবে দেখতে চায় না। সৎ, যোগ্য ও আল্লাহভীরু মেয়র প্রার্থীকে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী করতে হবে। হাত পাখার প্রার্থীকে বিজয় করে রংপুর সিটি কর্পোরেশনকে একটি মডেল সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তুলতে হবে। তিনি সর্বস্তরের নেতাকর্মী নগরবাসীকে হাত পাখার পক্ষে ঐক্যবদ্ধ ভাবে ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তিনি বলেন, বার বার ঘুরে ফিরে যদি দুর্নীতিবাজদেরকে বিজয়ী করি তাহলে রংপুর সিটির জনগণকে চরম খেসারত দিতে হবে।

আজ সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর আয়োজিত কর্মী ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের সুমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মী ও সুধী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।

রংপুর মহানগরের সভাপতি আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে জননেতা আমিরুজ্জামান পিয়াল-এর নাম ঘোষণা করেন দলের আমীর পীল সাহেব চরমোনাই । এ সময় রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে চারজন কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করেন তিনি।

তিনি বলেন, চলমান রাজনৈতিক অস্থিরতা দূর করতে জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

তিন ঘণ্টা আগে এসেও যুক্তরাজ্যে যেতে পারেননি জামিলা

আনসারুল হক

শেখ হাসিনা নির্বাচনে হারলে ‘চিন্তিত’ হয়ে পড়বে ভারত

নূর নিউজ

বিএনপিতে শুদ্ধি অভিযান: দায়িত্বে অবহেলা নিয়ে হার্ডলাইনে তারেক

নূর নিউজ