ইতিহাসে প্রথম বারের মতো অন্যরকম ফুটবল বিশ্বকাপের আয়োজন দেখবে বিশ্ব

নিজস্ব প্রতিবেদক: আজ থেকে প্রায় ৯২ বছর আগে পৃথিবীতে শুরু হয়েছিল আন্তর্জাতিকভাবে ফুটবল বিশ্বকাপের আয়োজন। সেই থেকে প্রতি চার বছর পর পর আয়োজন হয় জমকালো এই আসরের। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দুবার বন্ধ ছিল এই আয়োজন। তবে এই প্রথম কোন মুসলিম প্রধান দেশ আন্তর্জাতিক এই আসরের স্বাগতিক দেশ হতে যাচ্ছে।

আয়োজক দেশ সাধারণত বিশ্ববাসীর নজর কাড়তে, নিজেদের প্রবৃদ্ধি বাড়াতে দর্শকদের নিকট অত্যন্ত খোলামেলা আকর্ষণীয় রূপে নিজেদের উপস্থাপন করে থাকে। যেখানে অবাধ যৌনাচার,মদ, জুয়া ক্যাসিনো, উদ্দাম নৃত্য, নূডিটি সেলিব্রেশন পার্টি, অবাধ চলাফেরা সবই জায়েজ (বৈধ) করার চেষ্টা হয়।

ব্যতিক্রম কেবল কাতার। যেখা‌নে একজন দর্শককে খেলা চলাকালীন এই দীর্ঘ সময়টা ” ইসলামী তাহযিব তমদ্দুন, শালীনতা, বৈধ এবং নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থায় অভ্যস্ত হতে হবে। শুয়োরেরসহ অন্যান্য হারাম ভক্ষন করা থেকে ইচ্ছায় হোক আর অনিচ্ছার হোক বিরত থাকতে হবে।

এমনকি ফুটবল বিশ্বকাপ উপভোগ করতে যদি কোন সমকামী দম্পতি কাতারে সমকামিতায় ধরা পরলে রাস্ট্রীয় আইন অনুযায়ী সাতবছর পর্যন্ত জেল হতে পারে। সুতরাং ব্যক্তি স্বাধীনতা থাকলেও আগত দর্শকদের অবশ্যই কাতার সরকার কর্তৃক নিষিদ্ধ বিষয়গুলো মেনে চলতে হবে। অনেকে মনে করছেন এই ফাঁকে ইসলামী সভ্যতা, রীতিনীতি, কালচার ও ধর্ম সম্পর্কে কিছুটা হলেও জানতে পারবে ভিন্ন ধর্মাবলম্বীরা।

ফুটবলের সর্বোচ্চ সংস্থা “ফিফা” ইতোমধ্যেই এ বিষয়ে সাধারণ দর্শকদের সতর্ক করেছে। অর্থাৎ অপরাপর ধর্মালম্বী, ধর্ম বিষয়ে যারা উদাসীন, কিংবা স্রষ্টায় অবিশ্বাসী (নাস্তিক) দের নির্দিষ্ট একটা সময় ইসলামের অনুপম সৌন্দর্য, শালীনতা, নৈতিক জীবনযাপন, মুসলমানদের ধর্মাচরণ তথা পাঁচ ওয়াক্ত আযান, নামাজ, বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর গুলোতে সার্বক্ষণিক কুরআন তিলাওয়াত ইচ্ছায় হোক অনিচ্ছাকৃত হোক শুনতে বাধ্য হবে।

প্রসঙ্গত, এ পর্যন্ত অনুষ্ঠিত ২১টি আসরে কেবল ৮টি জাতীয় দল বিশ্বকাপ শিরোপা জিতেছে। বর্তমান শিরোপাধারী চ্যাম্পিয়ন ফ্রান্স । দ্বিতীয়বার জয়ী ১৯৯৮ , ২০১৮ । ৫ বার বিশ্বকাপ জিতে ব্রাজিল হচ্ছে বিশ্বকাপের সফলতম দল। জার্মানি ও ইতালি ৪টি শিরোপা নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যান্যদের মধ্যে উরুগুয়ে ২টি শিরোপা প্রথম(১৯৩০) ও চতুর্থ (১৯৫০) বিশ্বকাপ জয়ী, আর্জেন্টিনা ও ফ্রান্স দু’বার করে এবং ইংল্যান্ড ও স্পেন একবার করে শিরোপা জিতেছে।

সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে রাশিয়ায়, ২০১৮ সালের ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত। এই বিশ্বকাপে ফ্রান্স ক্রোয়েশিয়াকে ফাইনালে ৪-২ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

এ জাতীয় আরো সংবাদ

ঢাকায় মার্কিন দূতাবাসের কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নূর নিউজ

পশ্চিমাদের ওপর চটেছেন এরদোগান

নূর নিউজ

ইসলামের শিক্ষায় অভিভূত হয়ে ২৭ কারাবন্দির ইসলাম গ্রহণ

আলাউদ্দিন