সৌদিতে সম্মাননা দেয়া হবে শাহরুখ খানকে

আগামী ১ থেকে ১০ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হত যাচ্ছে ১০ দিনব্যাপী রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল।

এই আয়োজনেই ভারতীয় অভিনেতা শাহরুখ খানকে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কর্ণধার মুহম্মদ আলতুরকি। এমন খবর প্রকাশ করেছে  সেদেশের এক গণমাধ্যম।

শাহরুখ খান তার ৩০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের মনোরঞ্জন করা থেকে শুরু করে ছবি প্রযোজনার কাজেও দেখিয়েছেন মুন্সিয়ানা।

জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এই আয়োজনে ৬১টি দেশের ৪১টি ভাষার ১৩১টি সিনেমা প্রদর্শন করা হবে।

রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কর্ণধার মুহম্মদ আলতুরকি বলেছেন, শাহরুখ খান শুধু বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিরই নয়, বিশ্ব সিনেমায় তার অবদান অনস্বীকার্য।

তিন দশকের ফিল্মি ক্যারিয়ারে ১০০টির ও বেশি সিনেমা উপহার দিয়েছন তিনি। এই সময়ে যারা সিনেমায় থিতু হতে চান তাদের অনুপ্রেরণা হলেন শাহরুখ খান।

প্রসঙ্গত, ধীরে ধীরে সৌদি আরব তাদের আদর্শ ও নীতিতে পরিবর্তন আনছে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স এমবিএস দায়িত্ব নেয়ার পর থেকেই পরিবর্তনের হাওয়া লেগেছে সৌদি আরবের আদর্শ ও নীতিতে।

এ জাতীয় আরো সংবাদ

ইউসুফ কারাজাভির ইন্তেকালে আল নূর কালচারাল সেন্টারের শোক

নূর নিউজ

সুইডেনকে এখনই ন্যাটোর সদস্য করা হবে না: এরদোগান

নূর নিউজ

রাজধানীতে বজ্রপাতের সময় দুই বোনসহ নিহত ৩

আনসারুল হক