কাতার বিশ্ববিদ্যালয় মসজিদের খতিব বাংলাদেশের মুফতি মিনহাজ

কাতার ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি শিক্ষার্থী মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন।

বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন বিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন। স্কলারশিপ নিয়ে কাতার বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার দ্বিতীয় সপ্তাহে চলতি বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে খতিব পদে নিয়োগ পান তিনি।

মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন বাংলাদেশের শীর্ষ অনলাইন পোর্টাল ঢাকা পোস্টসহ বেশ কয়েকটি অনলাইন ও জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কাতার বিশ্ববিদ্যালয়ের উচ্চতর আরবি ভাষা কোর্সে পড়াশোনা করছেন। বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রীয় মসজিদের দায়িত্ব পালন করতে পেরে তিনি আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কাতার বিশ্ববিদ্যালয়ের মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন নিয়ে তিনি বলেন, ‘আল-হামদুলিল্লাহ! এখানে আসার পর দ্বিতীয় সপ্তাহে খতিব হিসেবে দায়িত্ব লাভ করি। বাংলাদেশি অগ্রজ শিক্ষার্থী কাতার ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম ও খতিব আবু তালেব বিশেষভাবে সহযোগিতা করেন। এর আগে এখানে খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ও ভার্সিটির ইবনে খালদুন গবেষণা সেন্টারের কর্মকর্তা হোছাইন মোহাম্মদ নাইমুল হক। তাঁরা উভয়েই কাতারের আমিরের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থী হিসেবে স্বর্ণপদক লাভ করেছেন। ’

তিনি আরো জানান, ‘কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিবের দায়িত্ব পালনে বাংলাদেশি শিক্ষার্থীদের সুনাম ও ঐতিহ্য রয়েছে। যেমন গত বছর আশরাফুল হাসান ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। ’

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের মসজিদে বিভিন্ন দেশের চারজন ইমাম ও দুজন খতিব রয়েছেন। তারা পালাক্রমে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করে থাকেন।

ধর্মতত্ত্ব, সমাজ-দর্শন, ইতিহাস, সাহিত্য ও ভাষা চর্চায় ব্যাপক আগ্রহ মিনহাজ উদ্দিনের। লেখালেখির সঙ্গে সম্পৃক্ততা শিক্ষাজীবন থেকে। মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ কয়েকটি দেশের আন্তর্জাতিক মিডিয়ায় সাহিত্য-সংস্কৃতি ও ধর্মবিষয়ে লেখালেখি করেন নিয়মিত।

তার পড়াশোনার আঁতুড়ঘর ও চিন্তা-সৌধের বিনির্মাণ জামেয়া দারুল মাআরিফ, চট্টগ্রামে। সেখানে আরবি ভাষা ও সাহিত্যে অনার্স এবং উচ্চতর ইসলামিক ফিকহে বিশেষত্ব অর্জন করেছেন। কওমি মাদরাসায় পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন।

পাঁচটি ভাষায় পারদর্শীতা ও দুইটি ভাষায় দক্ষতা ছাড়াও রয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক ফাতওয়া সেন্টারে মুফতি সম্পাদক হিসেবে কাজ করার অভিজ্ঞতা।

শিক্ষাসমাপনের পর সেন্টার ফর ইসলামিক থটে রিচার্স ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর অনলাইন গণমাধ্যম বাংলানিউজ, দৈনিক দেশ-রূপান্তর ও ঢাকা পোস্টে রিলিজিয়াস এডিটর পদে দায়িত্ব পালন করেন।

মুহাম্মদ মিনহাজ উদ্দিনের জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামের মিরসরাইয়ে। বারইয়ারহাট পৌরসভায় অবস্থিত মসজিদুল আবরারের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ সিরাজ উদ্দিনের বড় সন্তান। তিনি নিজের ও পরিবারের জন্য দোয়া কামনা করেন।

সুত্র, ঢাকা পোস্ট 

এ জাতীয় আরো সংবাদ

আগামীকাল প্রথম জুমা পড়াবেন কাবা শরিফের নতুন খতিব শায়খ ইয়াসির

নূর নিউজ

সৈয়দা সৈয়দুন্নেছা ও কারিগরি শিক্ষালয়ে রক্তের গ্রুপ নির্নয়ে ফ্রী ক্যাম্পেইন

নূর নিউজ

ইসরাইলের ব্যাপারে কাতারের নীতিতে পরিবর্তন আসবে না

আনসারুল হক