অজুতে যেসব কাজ করা সুন্নত

অজু পবিত্রতা অর্জন ও নামাজ আদায়ের প্রধান মাধ্যম। অজুর আভিধানিক অর্থ- সৌন্দর্য, পরিষ্কার ও স্বচ্ছতা। শরিয়তের পরিভাষায় পবিত্রতা অর্জনের নিয়তে নির্দিষ্ট অঙ্গসমূহে পানি ব্যবহার করাকে অজু বলে। হাদিসে অজুকে নামাজের চাবি বলে আখ্যা দেওয়া হয়েছে। অজু পরিপূর্ণ ও সুন্দর হওয়ার লক্ষ্যে অজুর সুন্নতসমূহের ওপর নিয়মিত আমল করা উচিত।

জেনে নিন অজুর সুন্নতগুলো:

► অজুর শুরুতে নিয়ত করা। (বুখারি, হাদিস : ১)

► বিসমিল্লাহ পড়া। (আবু দাউদ, হাদিস : ৯২)

► উভয় হাতকে কবজি পর্যন্ত ধৌত করা। (মুসলিম, হাদিস : ৩৩১, মুসনাদে আহমাদ, হাদিস : ১৬২২৫)

► মিসওয়াক করা। (আবু দাউদ, হাদিস : ৪২)

► কুলি করা ও নাকে পানি দেওয়া। (মুসলিম, হাদিস : ৩৩১)

► যদি রোজাদার না হয় তাহলে ভালোভাবে কুলি করা এবং নাকে পানি দেওয়া। (তিরমিজি, হাদিস : ৭১৮)

► প্রত্যেক অঙ্গ তিনবার করে ধোয়া। (মুসলিম, হাদিস : ৩৩১)

► পুরো মাথা মাসেহ করা। (আবু দাউদ, হাদিস : ৯৭)

► উভয় কানের ভেতরে ও বাইরে মাসেহ করা। (আবু দাউদ, হাদিস : ১১৬)

► দাড়ি খিলাল করা। (আবু দাউদ, হাদিস : ১২৩)

► আঙুল খিলাল করা। (তিরমিজি, হাদিস : ৭১৮)

► ধোয়ার সময় অঙ্গসমূহকে মেজে-ঘষে ধোয়া। (আবু দাউদ, হাদিস : ১২৭)

► প্রথম অঙ্গ শুকানোর আগেই পরের অঙ্গ ধৌত করা। (বুখারি, হাদিস : ১৩৭)

► অঙ্গগুলো ধোয়ার সময় তারতিব তথা ধারাবাহিকতা রক্ষা করা। অর্থাৎ প্রথমে মুখমণ্ডল, তারপর হাত ধোয়া, তারপর মাথা মাসেহ করা। এরপর পা ধৌত করা। (সুরা : মায়েদা, আয়াত : ৬)

► বাম হাত দ্বারা প্রথমে ডান হাত ধোয়া এবং বাম হাত দ্বারা প্রথমে ডান পা ধৌত করা। (নাসায়ি, হাদিস : ১১১)

► মাথার সামনের অংশ থেকে মাসেহ শুরু করা। (মুসলিম, হাদিস : ৩৪৬)

এ জাতীয় আরো সংবাদ

জনপ্রিয় এনার্জি ড্রিংক ‘রেড বুল’ কি মুসলিমদের জন্য হালাল?

নূর নিউজ

সকাল সকাল কাজে যাওয়া নিয়ে মহানবী (সা.) এর নির্দেশিকা

নূর নিউজ

স্বাস্থ্য সুরক্ষায় হজযাত্রীরা যা করবেন

নূর নিউজ