আজ হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) উপমহাদেশের অন্যতম বৃহৎ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিআতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক দীনি মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন।

উম্মুল মাদারিস খ্যাত ঐতিহ্যবাহী এ দীনি শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত হতে অনেক আলেম ওলামা, ছাত্র ও তাওহীদি জনতা মাদরাসায় আসতে শুরু করেছেন।

এদিকে গত বছর (১৪৪৩ হিজরীতে) ফারেগীনদের জন্য জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জামেয়া কর্তৃপক্ষ। বিজ্ঞাপনে বলা হয়, জামিয়ার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে ফারেগীনদের দস্তারে ফজীলত তথা শিক্ষা সমাপনকারীদের সম্মানসূচক পাগড়ি দেওয়া হবে।

গত বছরের ফারেগীনদের মাহফিলের পূর্বদিন তথা আজ ৮ ডিসেম্বর, বৃহস্পতিবার এশার নামাজের পর এবং মাহফিলের দিন ৯ ডিসেম্বর জুমাবার এশার নামাজের পর দস্তারে ফজিলত প্রদান করা হবে।

দস্তারে ফজিলত গ্রহণের জন্য ফারেগীনদের আজ ৮ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ৯ থেকে ১২টা ও বাদ আসর হতে এশা পর্যন্ত এবং ৯ ডিসেম্বর জুমাবার সকাল ৮টা হতে ১০টা পর্যন্ত দাওরায়ে হাদীসের ক্লাসরুম থেকে টোকেন সংগ্রহ করার জন্য বলা হয়েছে। এছাড়াও ফারেগীনদের জন্য আর্জেন্ট সনদ সংগ্রহ করারও ব্যবস্থা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হাটহাজারী মাদরাসার মাহফিলে প্রতি বছরের ন্যায় এবারও দেশবরেণ্য আলেমগণ মাহফিলে বয়ান করবেন। মাহফিলের উপস্থিত হওয়ার জন্য এবং মাদরাসায় সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন জামিয়ার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া।

এ জাতীয় আরো সংবাদ

আবার বিয়ে করছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

আনসারুল হক

জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করেছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

নূর নিউজ

বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার : জাতিসংঘ মহাসচিব

নূর নিউজ