পাকিস্তানের মাওলানা এহতেরামুল হকের ইন্তেকাল

হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভি রহ.-এর নাতি পাকিস্তানের প্রসিদ্ধ আলেম মাওলানা এতহেরামুল হক থানভি ইন্তেকাল করেছেন। তিনি আমেরিকায় ইন্তেকাল করেন।

৮ জানুয়ারি (রোববার) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডেইলি জং, জিও নিউজ, এআরওয়াই ডিজিটালসহ পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম।

মাওলানা এহতেরামুল থানভির ছেলে মুহতাশামুল হক থানভি বলেন, বাবা ছয় মাস ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি আমেরিকার আটলান্টা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মাওলানা এহতেরামুল থানভির পরিবার সূত্র জানিয়েছে, আসরের পর আটলান্টা শহরের জর্জিয়া ইসলামিক ইনস্টিটিউট আমেরিকাতে মাওলানা থানভির জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

মাওলানা এহতেরামুল হক থানভি মাওলানা এহতেশামুল হক থানভির বড় ছেলে। মাওলানা ইহতিশামুল হক থানভি হাকিমুল উম্মত খ্যাত মাওলানা আশরাফ আলী থানভি রহ.-এর ভাতিজা ও ছাত্র ছিলেন।

মাওলানা এহতেরামুল হক থানভি জামিয়া এহতিশামিয়ার প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি কিছু দিনের জন্য পিপলস পার্টি (পিপিপি) এবং পিটিআই করাচির সাথে যুক্ত ছিলেন।

মাওলানা এহতেরামুল হক থানভির বাবা মাওলানা এহতেশামুল থানভি ১৯৪৭ সালের ৯ ই আগস্ট ভারত থেকে করাচিতে আসেন।

এ জাতীয় আরো সংবাদ

অভিবাসন নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত বাইডেনের

আলাউদ্দিন

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে আবারও কৃষ্ণাঙ্গ হত্যা, হাজারো মানুষের বিক্ষোভ

নূর নিউজ

আর কোনো দেশকে ‘সংশোধন’ করতে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র

নূর নিউজ