মুফতী মোহাম্মদ এনামুল হাসান: আজ শুক্রবার বাদ এশা ব্রাক্ষণবাড়ীয়ার সদর উপজেলা অন্তর্ভুক্ত বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের এলাকাবাসী ও উলামায়ে কেরামদের উদ্যোগে ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী দিনে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোট মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।
বক্তব্যে মুফতী ফয়জুল্লাহ বলেন, কাদিয়ানী ইস্যু রাজনৈতিক কিংবা সাম্প্রদায়িক কোনো ইস্যু নয়। কাদিয়ানী ইস্যু ইমানের ইস্যু, ইসলামের ইস্যু, কাদিয়ানীরা শুধু আল্লাহ,রাসুল ও ইসলামের দুশমন নয় বরং তারা বাংলাদেশের স্বাধীনতা স্বার্বভৌমত্বের ও দুশমন।
তাদেরকে বাংলার জমিনে অমুসলিম ঘোষণা করতেই হবে।
যেখানেই কাদিয়ানীদের আস্ফালন সেখানেই নবী প্রেমিকরা প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি বলেন, মোসায়লামাতুল কাজ্জাব মিথ্যা নবুওয়তের দাবী করায় তার বিরুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধে অবতীর্ণ হয়েছেন, কুরআনের হাফেজ সাহাবী সহ অসংখ্য সাহাবী শহীদ হয়েছেন।
কাদিয়ানী ইস্যুতে সাহাবায়ে কেরাম সহ অতীতে নবী প্রেমিকরা যেমন শান্তিপ্রিয় আন্দোলন সংগ্রাম করেছে, বর্তমানে ও করবে, কিয়ামত পর্যন্ত কাদিয়ানী বিরোধী আন্দোলন এদেশের মুসলমান করেই যাবে ইনশাআল্লাহ।
মুফতী ফয়জুল্লাহ বলেন, মুসলমান মোহাম্মদ (সাঃ) এর উম্মত হবার কারণে আজ সম্মানিত। তাই যারা মোহাম্মদ (সাঃ) এর খতমে নবুওয়ত নিয়ে ছিনিমিনি খেলে মুসলমানদের ঈমান বিনষ্ট করার চক্রান্তে লিপ্ত সেসব চক্রান্তকারীদের দাত ভাঙ্গা জবাব দিতে এ দেশের মুসলমান সদা প্রস্তুত রয়েছে।