রমজানে তাহাজ্জুদ নামাজের জন্য খোলা থাকবে মিশরের ১১ হাজার মসজিদ

পবিত্র রমজান মাসে তাহাজ্জুদ নামাজের জন্য মিশরে ১১ হাজারের বেশি মসজিদ খোলা থাকবে। এছাড়া ইতিকাফের জন্য খোলা থাকবে ৬ হাজার মসজিদ।

মিশরের দাতব্য বিষয়ক মন্ত্রী মুহাম্মদ মুখতার জুমা বলেছেন, তারাবি, তাহাজ্জুদ নামাজসহ সব ধরনের ইবাদতের জন্য পবিত্র রমজান মাসজুড়ে উন্মুক্ত থাকবে দেশের মসজিদগুলো।

মন্ত্রণালয় ইসলামিক রিসার্চ একাডেমির সাথে মিলে এক হাজার মসজিদে রমজান বিষয়ক বিশেষ পাঠের আয়োজন করেছে। রমজানের জন্য মসজিদগুলো প্রস্তুত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি পরিচ্ছন্নতা অভিযানও শুরু করা হয়েছে।

কায়রোতে সাইয়িদাহ নাফিসা মসজিদে পরিষ্কারের কাজে দায়িত্ব পালন করছেন হিশাম আব্দুল আজিজ আলী নামে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

তিনি বলেন, মসজিদকে অবশ্যই পরিচ্ছন্ন ও সৌন্দর্যের প্রতীক হতে হবে। মসজিদের পরিচ্ছন্নতা বজায় রাখতে নবী মুহাম্মদ সাল্লাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবিদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রমজানের পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রাথমিক বৈঠক করেছেন দাতব্য মন্ত্রী। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সব মসজিদে জুমার নামাজ হয় সেখানে তারাবির নামাজ আদায় করা হবে। তারাবির পর রমজানের শিক্ষামূলক পাঠ দেওয়া হবে।

এ জাতীয় আরো সংবাদ

যেখানে তদবির দরকার সেখানেই চালব: পররাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত সহস্রাধিক

নূর নিউজ

দেশে ফিরতে চাচ্ছেন না যুক্তরাষ্ট্রে অবস্থানরত আফগান শিক্ষার্থীরা, নিরাপত্তার অজুহাত

নূর নিউজ