বিবাহ শাদীর ব্যাপারে ইচ্ছাধীনতার দিকে ইঙ্গিত করেছে আল কুরআন

বিবাহ শাদীর ব্যাপারে ইচ্ছাধীনতার দিকে ইঙ্গিত করেছে আল কুরআন

লেখকঃ মু. নুমান রিডার নদভী 

আল্লাহ রব্বুল আলামীন বলেছেনঃ

«هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ»

অর্থঃ ❝মেয়েরা তোমাদের পোশাক আর ছেলেরা মেয়েদের পোশাক❞[ তথ্য সূত্র পবিত্র আল-কুরআন‚ সুরা বাকারা আয়াত নং১৮৭]

কুরআনে এভাবেই ইঙ্গিত দিয়ে আল্লাহ তা’আলা বলেছেন যে‚ দেখো! যখন তোমরা ছোট্ট ছিলে তখন তোমার মা বাবাই তোমার জন্য পোশাকাদি পছন্দ করে দিতো যে‚ এটাই আমার ছেলের জন্য পারফেক্ট হবে‚ এই পোশাকটাই আমার মেয়ের জন্য সব চেয়ে বেষ্ট হবে৷

এখন তুমি কি ছোট্ট? অবশ্যই না৷ তাহলে এখন কি বাবা মায়ের পছন্দ মতো পোশাক ক্রয় করো? অবশ্যই না৷ কারণ তুমি তখন ছোট্ট ছিলে, বুঝতে না তাই অন্য কেউ তোমারটা পছন্দ করে দিতো‚ কিন্তু এখন তুমি সব বুঝতে শিখেছো। মহান আল্লাহতা’আলা তোমার মধ্যে ভালো-মন্দ বুঝার মতো একটা যোগ্যতা দিয়েছেন৷

নিজের মধ্যে একটা নতুনত্ব ফিল করছ‚ যার বলে তুমি এখন নিজে নিজেই সত্য চিনতে শিখেছো, নিজের মূল্য বুঝতে শিখেছো।

সাবালক হওয়ার পর থেকে এখন আর তুমি অন্যের অধিনে নিয়ন্ত্রিত না।

আর হ্যাঁ! এটাই আল্লাহ পাকের ন্যায়সঙ্গত ঘোষণা‚ যা বিবেকবানদের ভাবিয়ে তুলে। সুতরাং তার শ্রেষ্ঠবাণী থেকে মীমাংসিতবিষয়টিকে খুব সহজেই নতুনভাবে গ্রহণ করতে পারলে— পরিবারের মধ্যে আর অশান্তি বিরাজ করবে না‚ বরং পুরো ঘরটাই আলোকিত হবে।

জীবনভর প্রস্ফুটিত তারকার আলোকচ্ছটায় সব প্রমোদিত হবে আর সেটাই মঙ্গলজনক হবে বলে আমার বিশ্বাস‚ এখন বিষয়টি পরিবারকে বুঝতে হবে‚ না বুঝলে বুঝাতে হবে৷

কাজেই একজন ছেলে নিজের পোশাক হিসেবে তার সেই প্রিয় বস্তুটিকেই গ্রহণ করবে‚ যাকে সে অন্যের বাধ্যবাধকতা ছাড়াই মন থেকে পছন্দ করেছে৷

ঠিক একজন মেয়েও নিজের পোশাক হিসেবে তার সেই প্রিয় বস্তুটিকেই গ্রহণ করবে‚ যাকে সে অন্যের বাধ্যবাধকতা ছাড়াই মন থেকে পছন্দ করেছে৷

আর এমনটিই আল্লাহ পাক এ আয়াতের মধ্যমে বুঝিয়েছেন৷ মহান আল্লাহ আমাদের জন্য বিষয়টা সহজ করে দিক। আমিন।

তবে সত্যি কথা কি জানেন? বর্তমান যুগের মা-বাবাদের ইসলামের মৌলিক ধারণাগুলো অজানা থাকার কারণে ফেৎনাগুলো প্রকট আকারে বিস্তৃত হচ্ছে। এমন কি শেষ পর্যন্ত দেখা যায়, যে (মেয়ে বা ছেলে) হৃদয়ে থাকে, সে ভাগ্যে থাকে না। পরকালে বাবা-মাসহ অভিভাবকরা কোনো ভাবেই এর দায় এড়াতে পারবেন না।

তাই আসুন সমাজের প্রচলিত নীতির মধ্যে না ডুবে সাঁতার জেনে গন্তব্যে পৌছতে হবে।

 

যোগাযোগ +8801841424365

নিয়মিত আর্টিকেল ক্রিয়েটর।

প্রেরক: Numan Reader Nadwi numanreader@gmail.com

 

এ জাতীয় আরো সংবাদ

ভাষা বৈচিত্র মহান আল্লাহর অনুপম নিদর্শন: হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর 

নূর নিউজ

ভ্যালেন্টাইন’স ডে, অপসংস্কৃতির এক ভয়াল ছোবল: হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর

নূর নিউজ

হিজাব ইস্যুতে প্রতিবাদে শামিল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও

নূর নিউজ