বঙ্গবাজারে লাগা আগুনের ঘটনাস্থল পরিদর্শন শেষে যা বললেন ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুর ৩টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বঙ্গবাজার

পরিদর্শনে যান।

এ সময় তাঁর সাথে ছিলেন দলের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ
আমিনুল ইসলাম, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা এবিএম জাকারিয়া, শ্রমিকনেতা হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কান্নায় আবেগআপ্লুত হয়ে যান। তাদের বর করার আহ্বান জানান।

সেইসাথে ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক টিমের সাথে কথা বলেন যারা ঘটনা শুরু থেকেই কাজ করছেন। উল্লেখ্য যে, ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক টিমে শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলনের দুই শতাধিক স্বেচ্ছাসেবক ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছেন। তারা ফায়ার সার্ভিসের
কর্শীদের বিভিন্ন্নভাবে সহযোতিা করছেন এবং ব্যবসায়ীদের মালামাল সরাতে সহযোগিতা করছেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ঈদের আগে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। এ ঘটনায় কতগুলো পরিবার ক্ষতিগ্রস্থ হয়ে গেল। তিনি বলেন বার বার এখানে আগুন লাগছে। এর আসল কারণ উদঘাটন করতে হবে।
নিকটে থাকা ফায়ার সার্ভিস হেড কোয়ার্টার কি কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ তা আলোচনার দাবি রাখে। তিনি ক্ষতিগস্ত ব্যবসায়ীদের যথাযথ ক্ষতিপুরণের দাবি জানান।

এদিকে আজ মঙ্গলবার বাদ জোহর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভা দলের মহাসচিব মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক, কে এম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, আলহাজ্ব হারুন অর রশিদ, মাওলানা এবিএম‌ জাকারিয়া, মুফতী দেলাওয়ার হোসেন সাকী, আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার। সভায় পাঁচটি সিটিতে ঘোষিত নির্বাচনী তফসিল বিষয়ে আলোচনা হয়। এ
বিষয়ে শীঘ্রই দলের মজলিসে আমেলার সভা আহ্বান করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ জাতীয় আরো সংবাদ

নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি; আশাবাদী শিক্ষা মন্ত্রী

নূর নিউজ

তুরস্কে হতাহতদের পাশে বাংলাদেশী দুই সংস্থা

নূর নিউজ

আল জাজিরার বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত হয়নি: তথ্যমন্ত্রী

আলাউদ্দিন