আমার এক কোটি টাকার পাঞ্জাবি পুড়ে ছাই

‘আয়া দেখি আগুন আর আগুন। আমার হাজার হাজার পিস পাঞ্জাবি ভাই। চোখের সামনে সব জ্বলে। আমার এক কোটি টাকার পাঞ্জাবি পুড়ে ছাই।’

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি এভাবেই আহাজারি করছিলেন। আজ (০৪ এপ্রিল) মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে তিনি জানান, বঙ্গবাজার ও ইসলামিয়ায় তার চারটি দোকান রয়েছে।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ফায়ার সার্ভিস আইছে। আইসা পুলিশ হেড কোয়ার্টারে পানি মারে। (ঈদ উপলক্ষে) এক কোটি টাকার পাঞ্জাবি তুলছিলাম। আমার সব শ্যাষ ভাই।’

সকাল সোয়া ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে পাশের ভবন এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছে। এছাড়া বঙ্গবাজারের সামনের রাস্তায়ও ছড়িয়ে পড়ে। আগুনে বঙ্গবাজারে টিনশেড মার্কেটটি পুরোটা পুড়ে ছাই হয়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৫০টি ইউনিট। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এ জাতীয় আরো সংবাদ

র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সময় লাগবে : পররাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ

দেশের তিন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

নূর নিউজ

প্রস্তাবিত বাজেট ঢাউস সাইজের, ব্যর্থ : বিএনপি

আনসারুল হক