বিমানবন্দরেই তাকরীমকে শুভেচ্ছা জানালো ইসলামিক ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক, নূর নিউজ 

দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ সালেহ আহমদ তাকরীমকে বিমানবন্দরে শুভেচ্ছা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আজ (৫ এপ্রিল, ২০২৩) দুবাই থেকে বাংলাদেশে ফিরে আসেন হাফেজ সালেহ আহমদ তাকরীম ও তার শিক্ষক মাওলানা মুর্তজা হাসান ফয়েজী মাসুম। এসময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা নূর উদ্দিন।‌

উল্লেখ্য, এর আগে, সৌদি আরব ও ইরানে আয়োজিত দুটি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করেন হাফেজ সালেহ আহমদ তাকরীম।

হাফেজ সালেহ আহমদ তাকরিম মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান একজন মাদরাসা শিক্ষক আর মা গৃহিণী ।

 

 

এ জাতীয় আরো সংবাদ

খালি জায়গার অভাবে ফুটবল মাঠকে কবরস্থান বানালো তুরস্ক

নূর নিউজ

ওমরাহ ভিসার মেয়াদ নিয়ে যা জানাল সৌদি আরব

নূর নিউজ

কুরবানীর ছুরি নিয়ে কতিপয় মিডিয়া অপরিণামদর্শী খেলায় মেতে উঠেছে: চরমোনাই পীর

আলাউদ্দিন