হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য শনিবার গুলশান বাসভবন ফিরোজা থেকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খালেদা জিয়া বিকাল সাড়ে ৫টার দিকে গুলশানের বাসভবন থেকে হাসপাতালে উদ্দেশে রওনা হয়েছেন।

এর আগে বিকাল ৩টার দিকে খালেদা জিয়ার বাসভবন এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে গাড়িতে রয়েছেন তার গৃহকর্মী ফাতেমা এবং কয়েকজন আত্মীয়স্বজন ও ব্যক্তিগত কর্মকর্তা।

খালেদা জিয়ার হাসপাতালে নেওয়া খবর পেয়ে তার বাসভবন ফিরোজায় যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ প্রমুখ।

খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। কারাগার থেকে বেরোনোর পর চিকিৎসার জন্য কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি।

এ জাতীয় আরো সংবাদ

নির্বাচন কমিশন বর্তমান সরকারের এজেন্ডা বাস্তবায়নে ইভিএম কেনার সিদ্ধান্ত নিয়েছে

নূর নিউজ

রাব্বুল আলামিন আমাকে রক্ষা করবেন: প্রধানমন্ত্রী

নূর নিউজ

তৃণমূল নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের: ভয় পাবেন না, প্রস্তুত হোন

নূর নিউজ