জামিন পেতে ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান

কড়া নিরাপত্তায় পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) পৌঁছেছেন পুলিশ হেফাজতে থাকা দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান খান। সেখানে তিনি আল কাদির ট্রাস্ট মামলায় ফের জামিন আবেদন করবেন।

হাইকোর্ট চত্বর থেকে তার গ্রেফতারকে সুপ্রিমকোর্ট অবৈধ এবং বেআইনি বলে ঘোষণা করার একদিন পর জামিন পেতে আবারও আদালতে যান তিনি।

ইমরান খান সেখানে উপস্থিত হলে স্লোগান দিয়ে তাকে অভিনন্দন জানান আইনজীবীরা।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়েছে, আল কাদির ট্রাস্ট মামলায় জামিন পেতে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) পৌঁছেছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান।

আইএইচসি প্রাঙ্গণ থেকে সাবেক এই প্রধানমন্ত্রীর গ্রেফতারকে সুপ্রিমকোর্ট অবৈধ এবং বেআইনি বলে ঘোষণা করার একদিন পর সেখানে গেলেন তিনি।

কড়া নিরাপত্তার মধ্যে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছান তিনি।

পুলিশ ও রেঞ্জার্স ফোর্সের সদস্যদের আদালতে মোতায়েন করা হয়েছে এবং আদালতের গেটের সামনে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

২০ বছরে হাজার বার কুরআন খতমকারী সেই বৃদ্ধ ইন্তেকাল করেছেন

আলাউদ্দিন

ইতিহাসে ‘সবচেয়ে গরম’ জুন মাস প্রত্যক্ষ করল বিশ্ব

নূর নিউজ

পাকিস্তানে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

Sufian Farabee