ফয়জুল করীমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে কৃতকার্য হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে গত (১৬মে) মঙ্গলবার বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর মনোনয়নপত্র জমা দেন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এসময় সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ও অধ্যাপক আশরাফ আলী আকনসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনেই অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাঁচ সিটি করপোরেশনে দলটি তাদের মেয়র প্রার্থী দিয়েছে। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, গাজীপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খুলনায় দলের নায়েবে আমির হাফেজ মাওলানা আবদুল আউয়াল, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এবং রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে রাজশাহী মহানগর সহসভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকীকে মনোনয়ন দেওয়া হয়।

দলটির নেতারা বলছেন, সরকারের কোনো রকম হস্তক্ষেপ ছাড়া নির্বাচন কমিশন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে বলেই তারা আশা করেন। ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে তারা নির্বাচনে এসেছেন। এ ক্ষেত্রে যদি নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দেয় তবে আন্দোলনের নতুন মাত্রা যোগ হবে।

এই নির্বাচনই বলে দেবে জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন কতটুকু সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে।

এর আগে গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন সিটি নির্বাচনের তপশিল ঘোষণা করে। তপশিল অনুযায়ী, ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরো সংবাদ

একই পরিবারে ৬৩ জন কোরআনের হাফেজ

নূর নিউজ

অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত: ড. ইউনূস

নূর নিউজ

২৩ জুলাই থেকে ফের কঠোর লকডাউন, মানতে হবে যেসব বিধিনিষেধ

আনসারুল হক