ইসলাম বিজয়ের মাধ্যমে ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ইসলাম বিজয়ের মাধ্যমে ইসলামের সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরতে হবে । তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানবতার ধর্ম। ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না থাকায় সন্ত্রাস, দুর্নীতি ও মাদকে দেশ সয়লাব। নিত্যপণ্যের আকাশচুম্বি মূল্যবৃদ্ধির কারণে মানুষ চরম অসহায়। এমতাবস্থায় ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের নাগরিক ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের প্রকৃত সৌন্দর্য দেশবাসী দেখতে পাবে।

আজ সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা পূর্ব শাখার উদ্যোগে দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ। শহরের ভোজন বাড়ি রেস্টুরেন্ট মিলনায়তনে পাবনা পশ্চিম জেলা সভাপতি অধ্যাপক আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে সেক্রেটারী মুহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরো সংবাদ

চার জানুয়ারি কূটনৈতিকদের ব্রিফ করবে নির্বাচন কমিশন

নূর নিউজ

সাম্প্রদায়িক হামলায় মদদ দিচ্ছে অবৈধ বাহিনী : মির্জা ফখরুল

নূর নিউজ

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর ইতিবাচক -ইসলামী ঐক্যজোট

আনসারুল হক