বরিশালে বিভিন্ন শ্রেণি ও পেশার যুব সমাজের ইসলামী আন্দোলনে যোগদান

বরিশালে বিভিন্ন শ্রেণি ও পেশার যুব সমাজের ইসলামী আন্দোলনে যোগদান

আজ বৃহস্পতিবার বরিশাল সিটির ১৮ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি ও পেশার যুব সমাজ ইসলামী আন্দোলনে যোগদান করেছেন। ইসলামী আন্দোলনের আপোসহীন নেতৃত্ব এবং দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এ সংগঠনে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

বিকেলে শহরের ব্রাঞ্চ রোড এলাকায় দলের নায়েবে আমীর শায়েখে চরমোনাইকে ফুলের তোড়া উপহার দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ যোগদান

করেছেন।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, রাজনীতিতে গুণগত ও আদর্শিক পরিবর্তনে হাতপাখায় ভোট দিতে হবে। তিনি বলেন, ইসলাম বিজয় হলে এদেশের মানুষের বিজয় হবে। অধিকার বঞ্চিত মানুষ অধিকার ফিরে পাবে। নাগরিক ও ভোটাধিকার থেকে বঞ্চিত ভোটের অধিকার পাবে। নিত্যপণ্যের মূল্যের

উর্ধ্বগতির কষাঘাতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। ইসলামকে বিজয় করা গেলে মানুষ সবদিক থেকে অধিকার ফিরে পাবে। সুখে শান্তিতে বসবাস করতে পারবে।

 

নায়েবে আমীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশবাসীর আশা-আকাঙ্খার

ঠিকানা। যে সকল যুব সমাজ আজকের যোগদান অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারা সবচেয়ে

ভাল সিদ্ধান্ত নিয়েছেন। আদর্শবান যুবকরা জাগলে ইসলাম জাগবে, ইসলামী

অনুশাসন প্রতিষ্ঠা হবে। ইনশাআল্লাহ। তিনি সকলকে আন্তরিক অভিনন্দন ও

মুবারকবাদ জানান।

এ জাতীয় আরো সংবাদ

কুরবানীর ছুরি নয়, দলীয় ক্যাডারদের হাতে থাকা অস্ত্রশস্ত্র উদ্ধারে মনোযোগ দিন: খেলাফত আন্দোলন

আলাউদ্দিন

ব্যক্তিগত হাজিরা থেকে ড. মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি

নূর নিউজ

মোবাইল নেটওয়ার্কে আবার বন্ধ ফেসবুক

নূর নিউজ