সুদের টাকা মসজিদ-মাদরাসায় দান করা যাবে কি?

প্রশ্ন: কোন লোক সুদের টাকা নিজে না নিয়ে মসজিদ, মাদরাসা বা কবরস্থানের জন্য দান করতে পারবে কি না এবং আত্মীয়-স্বজনের ভিতর কেউ গরীব থাকলে তাকে দিতে পারবে কি না?

উত্তর: সুদের টাকা, অনুরূপভাবে সম্পূর্ণ অবৈধভাবে উপার্জিত টাকা নিজের কাজে বা দ্বীনি কোন কাজে ব্যয় করা জায়েয হবে না। সুদ দাতার ঠিকানা জানা থাকলে, অথবা সুদ দাতাকে পাওয়া গেলে, সুদের টাকা তাকে অথবা তার ওয়ারিশদেরকে ফেরৎ দিয়ে দিবে।

তবে একান্তই সুদ দাতাকে পাওয়া না গেলে বা ফেরৎ দেয়া সম্ভব না হলে, টাকার মুল মালিককে সাওয়াব পৌছানোর নিয়তে তা গরীবদের কে দান করে দিবে। নিজের সাওয়াবের জন্য দান করা জায়েয হবে না।

উক্ত সুদী টাকার মালিক না পাওয়ার ক্ষেত্রে গরীব মিসকীন বা জনহিতকর কাজে, যেমন- মসজিদ মাদরাসার পেশাব পায়খানা, নিম্নমানের কাজে ব্যয় করা যাবে। অনুরূপভাবে টিউবওয়েল বসানো ও রাস্তাঘাট নির্মাণ ইত্যাদি কাজেও ব্যবহার করা যাবে।

এ জাতীয় আরো সংবাদ

ঘুমের ভেতর স্বপ্ন দেখা নিয়ে হাদিসে যা বলা হয়েছে

নূর নিউজ

মিসওয়াক : নবী সা. এর প্রিয় সুন্নত

নূর নিউজ

পবিত্র রমজানের পয়গাম

আনসারুল হক