বিভিন্ন দেশের ১৩ শ’ মুসল্লিকে ফ্রি হজ করাচ্ছে সৌদি

শুরু হয়েছে পবিত্র হজ মৌসুম। করোনা-পরবর্তী এ বছরের বৃহত্তম হজে অন্তত ৯০টির বেশি দেশ থেকে ১৩০০ মুসল্লিকে ফ্রিতে হজ করাচ্ছে সৌদি আরব।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, সৌদি বাদশাহ সালমানের এক নির্দেশনায় তাদের হজ করানোর কথা বলা হয়েছে। গেস্ট অব দ্য কাস্টডিয়ান অব দ্য টু হলি মস্ক প্রোগ্রামের আওতায় এসব হজযাত্রীর পুরো খরচ বহন করবে সৌদি আরব।

দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের সেক্রেটারি মোহাম্মদ আল-বাইজাবি বলেন, একইসাথে এখন পর্যন্ত বিশ্বের নানা প্রান্ত থেকে ১১ লাখের বেশি হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন এবং হজের মূল কার্যক্রম শুরুর আগ পর্যন্ত মুসল্লিদের এই আগমন অব্যাহত থাকবে।

মুসলিমবিশ্বের সেবা ও বিভিন্ন দেশের সাথে সম্পর্ক সুদৃঢ়করণের অংশ হিসেবে প্রতিবছর সৌদি সরকারের অর্থায়নে বিভিন্ন দেশের ব্যক্তিবর্গের হজের ব্যবস্থা করা হয় বলে জানান দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ আলে শেখ।

এরই অংশ হিসেবে কয়েক দিন আগে বাংলাদেশ থেকে নির্বাচিত হজযাত্রীদের ইহরামের কাপড় প্রদান করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. ঈসা বিন ইউসুফ আল-দুহাইলান। সূত্র : সিএনএন অ্যারাবিক ও আরব নিউজ

এ জাতীয় আরো সংবাদ

হিজাব আফগান জনগণের অভ্যন্তরীণ ও ধর্মীয় বিষয়: আমেরিকাকে তালে*বান সরকার

নূর নিউজ

২০২৫ সালের মধ্যে বিশ্বব্যাপী ৭.৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে ইসলামি অর্থ বাজার

নূর নিউজ

সারা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য বিশ্বব্যাপী সাহসী, দৃঢ় এবং সমন্বিত পদক্ষেপ নিতে হবে

নূর নিউজ