হজ করতে এক পায়ে হেঁটে সৌদিতে শফিক

বাংলায় একটি প্রবাদ আছে ‘ইচ্ছা থাকিলে উপায় হয়’। পাকিস্তানের মুহাম্মদ শফিক সড়ক দুর্ঘটনায় এক পা হারালেও হেঁটে হজে যাওয়ার স্বপ্ন শেষ হতে দেননি।

ক্রাচে ভর দিয়ে সৌদি আরব পৌঁছাতে পেরেছেন ৪৩ বছর বয়সী এই ব্যক্তি। এক্ষেত্রে তাকে সবচেয়ে বেশি সহায়তা করেছে দৃঢ়তা, অধ্যাবসায় ও সাহসিকতা।

এ বিষয়ে মুহাম্মদ শফিক বলেন, পা হারানোর পর হজযাত্রার জন্য আমার উৎসাহ, আশাবাদ ও দৃঢ়তা বেড়ে যায়। ক্রাচে হেলান দিয়ে আমি আমার স্বপ্ন পূরণ করব। আল্লাহর ডাকে এক পায়ে হেঁটে পাকিস্তান থেকে সৌদি আরব এসেছি।

শফিক আরও বলেন, গত কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম করে অর্থ জমিয়ে আমি আমার স্বপ্ন পূরণের পথে। আমার আনন্দ কোনো ভাষায় প্রকাশ করা যাবে না।

উল্লেখ্য, মুহাম্মদ শফিক ৩০ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় বাম পা হারান। কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনা তার হজ পালনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। গত কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম করে হজের জন্য অর্থ জমান তিনি। হজ পালন করার সেই স্বপ্ন পূরণের পথে তিনি।

এ জাতীয় আরো সংবাদ

ভয়াবহ ধ্বংসযজ্ঞ আর হত্যাকাণ্ডের পর আল-শিফা ছাড়ল ইসরায়েলি বাহিনী

নূর নিউজ

সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে

নূর নিউজ

মেক্সিকোতে ৭.৬ মাত্রার ভূমিকম্প, নিহত ২

নূর নিউজ