সর্বমোট ১৫০ মামলায় অভিযুক্ত ইমরান খান 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ আনা হচ্ছে। সর্বশেষ পাকিস্তানের সেনা সদরে হামলার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাকে। খবর এনডিটিভির।

এর আগে ইমরান খানের গ্রেফতারকে কেন্দ্র করে পাকিস্তানে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিভিন্ন সরকারি স্থাপনায় চালানো হয় হামলা। বিশেষ করে ৯ মে পাকিস্তানের সেনা সদরে হামলা করা হয়।

এরপর কঠোর অবস্থানে যায় পাকিস্তান সরকার। ইমরানের নেতাকর্মীদের ওপর ব্যাপক ধরপাকড় চালানো হয়। যদিও পাকিস্তানের সর্বোচ্চ আদালতের নির্দেশনায় ইমরান খান মুক্ত হয়েছিলেন।

এ বিষয়ে ইমরান খান বলেন, আরও ছয়টি নতুন মামলায় আমাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন ভুয়া মামলায় জামিন পেতে এক আদালত থেকে অন্য আদালতে যেতে হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

রাশিয়া যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট

নূর নিউজ

হিজাব আফগান জনগণের অভ্যন্তরীণ ও ধর্মীয় বিষয়: আমেরিকাকে তালে*বান সরকার

নূর নিউজ

দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় আবেদন করবেন যেভাবে

নূর নিউজ