হারামাইনে হিজরি বর্ষের প্রথম জুমা পড়াবেন যে ২ খতিব

মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আজ হিজরি নববর্ষের প্রথম জুমা আদায় হবে। মসজিদুল হারামে জুমার ইমামতি করবেন শায়খ ইয়াসির আদ দাওসারি, মসজিদে নববীতে জুমা পড়াবেন শায়খ খালেদ মুহান্না।

যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার সঙ্গেই খুতবাহ শুনে এবং নামাজ পড়ে হৃদয় জুড়াবেন জিয়ারতকারী ও ওমরাহ পালনকারীরা।

মুসল্লিরা নিজ নিজ বিছানা নিয়ে আসবে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই খুতবাহ শুনবেন এবং নামাজ আদায় করবেন।

প্রসঙ্গত, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে বেশ কয়েকজন ইমাম ও খতিব রয়েছেন, তারা হারামাইন শরিফাইনের পরিচালনা পর্ষদের শিডিউল অনুযায়ী জুমা ও পাঁচ ওয়াক্ত নামাজে ইমামতি করেন।

মসজিদে হারামের বর্তমান খতিবরা হলেন, শায়খ সালেহ বিন হুমাইদ, শায়খ আব্দুর রহমান সুদাইস, শায়খ উসামা খাইয়াত, শায়খ মাহের মুআইকিলি, শায়খ ফয়সাল গাজ্জাবি, শায়খ বান্দার বালিলা, শায়খ আবদুল্লাহ জুহানি ও শায়খ ইয়াসির দাওসারি।

মসজিদে নববির খতিবরা হলেন, শায়খ আলী হুজাইফি, শায়খ হুসাইন আলে শায়খ, শায়খ আব্দুল বারী ছুবাইতি, শায়খ আব্দুল মুহসিন কাসিম, শায়খ আব্দুল্লাহ বুআইজান, শায়খ সালাহ আল-বুদাইর, শায়খ আহমাদ বিন তালেব হামিদ, শায়খ আহমাদ বিন আলী হুজাইফি ও শায়খ খালেদ মুহান্না।

এ জাতীয় আরো সংবাদ

এ বছর হজ করতে পারবেন ১০ লাখ মানুষ

নূর নিউজ

এস-৪০০ নিয়ে এক পা-ও পিছিয়ে আসা সম্ভব নয়: এরদোগান

নূর নিউজ

ট্রাম্পকে টুইটার অ্যাকাউন্ট ফেরত দিলেন ইলন মাস্ক

নূর নিউজ