এক শিশুকে বাঁচাতে গিয়ে ডুবে মরল পরিবারের ৫ জন

প্রথমে নদীতে পড়ে যান শিশু। আর তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন বাবা। এভাবে এক আরেকজনকে বাঁচাতে ঝাঁপিয়ে নদীতে ডুবে মৃত্যু হয় একই পরিবারের পাঁচজনের। এ ঘটনা ঘটেছে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায়।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ইদলিবের একটি গ্রামে অবস্থিত আল আসি নদীতে পড়ে দুই পুরুষ, এক নারী ও দুই শিশুর মৃত্যু হয়।

সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী হোয়াইট হেলমেটস জানায়, প্রথমে এক শিশু নদীতে পড়ার পর সে স্রোতে ভেসে যাচ্ছিল। পরে তাকে উদ্ধারের জন্য ঝাঁপ দেন তার বাবা। এরপর একে অপরকে বাঁচাতে ওই পরিবারের বাকি সদস্যরাও নদীতে ঝাঁপিয়ে পড়েন। এ ঘটনায় তাদের সবারই মৃত্যু হয়।

হোয়াইট হেলমেটসের স্বেচ্ছাসেবক সামের আবজি বলেন, এক পরিবারের পাঁচজনই মারা গেছেন।

অ্যাক্টিভিস্ট আদনান আল তায়েব বলেন,মৃত নারী ও পুরুষের বয়স ৬০ বছরের মতো। এছাড়া দুই শিশুর বয়স ১২ ও ১৫। এছাড়া মৃত আরেক যুবকের বয়স ২৫।

এ জাতীয় আরো সংবাদ

রাষ্ট্রদূতকে তলব করে সুইডেনে কোরআন পুড়ানোর প্রতিবাদে করতে হবে

নূর নিউজ

অস্ত্র হাতে তালেবান সদস্যদের বিনোদন পার্কে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা

নূর নিউজ

শান্তির প্রস্তাব নিয়ে রুশ-ইউক্রেন সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

নূর নিউজ