নুরের ওপর ছাত্রলীগের হামলা: বেধড়ক পেটানোর অভিযোগ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরসহ তার সহযোগীদের বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের সংখ্যা নিশ্চিত করা যায়নি।

জানা গেছে, বিরোধী রাজনৈতিক দলের ওপর হামলা-মামলা, জনসাধারণ ও শিক্ষার্থীদের জানমালের ক্ষয়ক্ষতি এবং হয়রানি, মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল হত্যা ও বুয়েট শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ডাকে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। কিন্তু ছাত্র অধিকার পরিষদের পূর্বঘোষিত কর্মসূচির একই সময়ে পাল্টা কর্মসূচি দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্র অধিকার পরিষদের শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে টিএসসি আসামাত্রই তাদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ। এ সময় ভিপি নুরের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়ে। নুর ও তার সহযোগীদের মারতে মারতে টিএসসি থেকে দোয়েল চত্বরের দিকে নিয়ে যায়।

এ জাতীয় আরো সংবাদ

করোনায় আরো ২২৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২ সহস্রাধিক

আনসারুল হক

নোয়াখালী কোম্পানীগঞ্জে বাড়িতে ঢুকে সাংবাদিকসহ ৩ জনকে কুপিয়ে আহত

আনসারুল হক

মেট্রোরেলের দরজায় সমস্যা, চলাচল বন্ধ

নূর নিউজ