আজ রাতে ভারত যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাকের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি আজ রাতে ভারত সফরে যাচ্ছে। ভারতীয় জনতা পাটির (বিজেপি) আমন্ত্রণে আওয়ামী লীগের প্রতিনিধিদলটি আজ রোববার (৬ আগস্ট) ভারত সফরে যাচ্ছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, পাঁচ সদস্যের প্রতিনিধিদলটি ভারতে যাচ্ছে। সফর শেষে ৯ আগস্ট দেশে ফিরবে।

জানা গেছে, আওয়ামী লীগের এ প্রতিনিধিদলে আরও থাকবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত। সফরে প্রতিনিধিদলটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সভাপতি জেপি নাড্ডা, সাধারণ সম্পাদকসহ আরও অনেকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

আগামী মাসে ভারতের দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ সফরের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে প্রতিনিধিদলের সঙ্গে। তাই আওয়ামী লীগ প্রতিনিধিদলের সফরটি বিশেষ গুরুত্ব বহন করে।

এর আগে, গত ২১ মে আওয়ামী লীগের ১৭ সদস্যের প্রতিনিধিদল চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফর করে।

এ জাতীয় আরো সংবাদ

শেখ রেহানা যাবেন ভারতে, ঢাকায় আসবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ

নূর নিউজ

গ্রামে থাকা পোশাক শ্রমিকরা চাকরি হারাবেন না

আনসারুল হক

জঙ্গি দমন ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে পুলিশ দৃষ্টান্ত স্থাপন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ